করোনা পরিস্থিতি পর্যালোচনায় ১০ দিনে ১৮ রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফোন মোদীর, ব্রাত্য মমতা

0
840

খাস খবর ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। যত দিন যাচ্ছে দেশে করোনা সংক্রমণ ততই লাগামছাড়া হয়ে উঠছে। দৈনিক সংক্রমণ একসময় ৪ লক্ষ ছাড়িয়ে গেলেও বিভিন্ন রাজ্যে লকডাউন-নাইট কার্ফু চালু হওয়ার সংক্রমণ কিছুটা কমেছে। তবে দৈনিক মৃত্যু খুব একটা কমছে না। এই পরিস্থিতিতে গত ১০ দিন ধরে করোনার পরিস্থিতি পর্যালোচনায় দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফোনে আলাদা করে কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রবিবার উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় এবং পুদুচেরির মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেন মোদী। এনিয়ে গত ১০ দিনে মোট ১৮ জন মুখ্যমন্ত্রী এবং ২ কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপালের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে আজ রাত পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসেনি মোদীর ফোন। করোনা মোকাবিলায় বারবার রাজ্যের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মোদী-শাহ। ভোটপ্রচারের তাঁদের বক্তব্যে সেকথা উঠে এসেছে। তা সত্ত্বেও এখনও অবধি তিনি মুখ্যমন্ত্রীকে ফোন না করায় নানা প্রশ্ন উঠছে।

- Advertisement -

এর আগে করোনা পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। তবে কেন্দ্রের অভিযোগ, উক্ত বৈঠকগুলিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হলেও তিনি সেইসব ভার্চুয়াল বৈঠকগুলিতে যোগ দেননি। রাজ্যের প্রতিনিধি হিসেবে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কয়েকটি বৈঠকে যোগ দিয়েছেন। ওই সমস্ত বৈঠকে মমতা যোগ না দেওয়ার কারণেই হয়ত মোদী আজ করোনা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাদা করে কথা বলছেন না, এমনটাই মত রাজনৈতিক মহলের।

আজ প্রধানমন্ত্রী প্রথমে ফোন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং পুদুচেরির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী এনআর রঙ্গস্বামীও মোদীর ফোন পান আজ। প্রত্যেকের কাছেই করোনা পরিস্থিতি, টিকা, অক্সিজেনের সরবরাহ সম্পর্কে খোঁজখবর নেণ প্রধানমন্ত্রী। এর আগে গত ৮ মে  মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী স্ট্যালিন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরকে ফোন করেন তিনি।

তার আগে ৬ মে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীদের ফোন করে সংশ্লিষ্ট রাজ্যগুলির করোনা পরিস্থিতির খোঁজ নেন মোদী। করোনা পরিস্থিতিতে সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা ইস্যুতে মোদীকে একাধিক চিঠি দিয়েছেন। চিঠি দিয়ে অক্সিজেন ও বিনামূল্যে টিকাকরণের দাবি ছাড়াও চিকিৎসা সামগ্রীতে জিএসটি মকুবের দাবিও জানিয়েছেন মমতা। তবে কোনও চিঠিরই জবাব দেননি মোদী। এবার করোনা পরিস্থিতি পর্যালোচনায় ১০ দিনে ১৮ রাজ্যকে ফোন করলেও মোদীর কাছে উপেক্ষিতই রইলেন মমতা।

এদিকে রাজ্যজুড়ে সংক্রমণ কিছুটা কমলেও ঊর্ধ্বমুখী দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১৪৭ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। যা একদিনের নিরিখে সর্বোচ্চ। এর আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ১৪৪ জনের। রবিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন (State Health Department)-এর বুলেটিনের তথ্য অনুযায়ী, রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের (COVID-19) সংখ্যা ১৯ হাজার ১১৭ জন। বাংলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লক্ষ ৩৩ হাজার ৪৩০ জন৷ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ১১৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লক্ষ ৮৮ হাজার ৩৪১ জন।