মৃতদেহ সৎকারে অভিনব নির্দেশ স্বাস্থ্য দফতরের

0
352

কলকাতা: করোনা আক্রান্তের মৃতদেহ দাহ করার ক্ষেত্রে নয়া নির্দেশ জারি করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর৷ আগামীদিনে আর প্লাস্টিকের ব্যাগে দেহবন্দি করে পোড়ানো হবে না৷ তার পরিবর্তে এখন থেকে ব্যবহার করা হবে পরিবেশ বান্ধব সুতির ব্যাগ৷ পরিবেশের কথা মাথায় রেখেই এই নয়া সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে স্বাস্থ্য দফতর৷ সূত্রের খবর, ইতিমধ্যে সুতির ব্যাগ তৈরির কাজও চলছে৷ পরীক্ষামূলকভাবে ওই ব্যাগ ব্যবহারে সাফল্য পেলে আনুষ্ঠানিকভাবে প্লাস্টিকে মৃতদেহ সৎকার বন্ধ করে দেওয়া হবে৷

আরও পড়ুন: টিকার আকালে স্বাস্থ্য মন্ত্রকের নয়া নির্দেশে দেশজুড়ে চাঞ্চল্য

- Advertisement -

কলকাতা পুর-প্রশাসকের অন্যতম সদস্য অতীন ঘোষ বলেন, ‘‘প্লাস্টিকে এমনিতেই দূষণ বেশি হয়৷ তাই পরিবেশের কথা মাথায় রেখে আমরা ভুট্টার দানা থেকে তৈরি এক ধরণের বিশেষ সুতির ব্যাগের খোঁজ পেয়েছি৷ করোনা মৃতদেহ পোড়ানোর ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে সেটি ব্যবহার করা হবে৷ এর ফলে একদিকে যেমন পরিবেশে দূষণ কম ছড়াবে তেমনই ইলেকট্রিক চুল্লিরও ক্ষতি হবে না৷’’

ফাইল ছবি

অতীনবাবু জানান, শুধু কলকাতা পুরসভা এলাকায় নয় সমগ্র রাজ্য জুড়ে এই ব্যাগ ব্যবহার করার জন্য স্বাস্থ্য দফতরকেও অনুরোধ করা হয়েছে৷ তাঁরা এবিষয়ে সম্মতিও জানিয়েছেন৷ কারণ, প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের ফলে শুধু পরিবেশের দূষণ বাড়ছে তাই নয়, মৃতদেহ সৎকারের পরে সেই প্লাস্টিক জমাট বেঁধে রয়ে যাচ্ছে চুল্লির ভিতরে৷ ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেহ সৎকারের চুল্লি৷ স্বভাবতই, প্লাস্টিকের পরিবর্তে পরিবেশ বান্ধব এই সুতির ব্যাগে ভরসা রাখছে স্বাস্থ্য দফতর৷ সূত্রের খবর, পরীক্ষামূলকভাবে ১২০০ ব্যাগ অর্ডার দেওয়া হয়েছে৷ সাফল্য মিললে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে৷