আর্থিক দুর্নীতির মামলায় ২২ আগস্ট পর্যন্ত সঞ্জয় রাউতের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত

0
65
Patra Chawl case

মুম্বই: গত ১ আগস্ট পাত্র চাউল (Patra Chawl case) আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়েছিল শিবসেনার সাংসদ তথা দলের মুখপাত্র সঞ্জয় রাউতকে। আজ সোমবার ৮ আগস্ট পর্যন্ত তাঁকে দেওয়া হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) হেফাজত। সেই সময় শেষেই পরেই আজ আদালত শিবসেনা সাংসদকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

গত বৃহস্পতিবার, আদালত রাউতের ইডি হেফাজত ৮ আগস্ট পর্যন্ত বাড়িয়েছিল। তখন ইডি আরও আট দিনের হেফাজতে চেয়েছিল এবং জানিয়েছিল পাটত্র চাউল আর্থিক দুর্নীতির মামলায় তদন্তের জন্য একটি নতুন পথ খুঁজে পেয়েছে। সেই বিষয়ে বিস্তারিত তথ্য অনুসন্ধানের জন্যই নিজেদের হেফাজতে রাখতে চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে এবার ইডি হেফাজত নয় বরং ২২ আগস্ট পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে অর্থাৎ জেলে পাঠানো হয়েছে সঞ্জয় রাউতকে। ইডি সোমবার মুম্বাইয়ের একটি বিশেষ আদালতে  পাত্র চাউল আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে হাজির করে। সেখানেই বিচারপতি এই রায় দেন।

- Advertisement -

আরও পড়ুন- নিজের ব্যক্তিগত সুবিধা ছাড়া অন্য কিছু চিন্তা করেননি, নিতিশ কুমারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য চিরাগ পাসোয়ানের

ইডি  জানিয়েছিল,  তদন্তের সময় বাজেয়াপ্ত করা নথিগুলি প্রমাণ করেছে যে, রাউত পার্শ্ববর্তী রায়গড় জেলার আলিবাগে সম্পত্তি ক্রয় করে যথেষ্ট নগদ লেনদেন জড়িত। শিবসেনা সাংসদের বিরুদ্ধে পাত্র চাউল (Patra Chawl case) মামলায় কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। যদিও এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ নেতা রাউত। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন। এমনকি বিজেপিকে নিশানা করে বলেছেন কেন্দ্রীয় সংস্থা দ্বারা যতই হয়রানি করা হোক না কেন তিনি মাথা নত করবেন না এবং দলবদল করবেন না।

 https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor