পিছু হটল লালফৌজ, সেনা সরলেও চিন-মুক্ত নয় প্যাংগং

0
936

নয়াদিল্লি: ভারত চায় চিন তার পুরোনো অবস্থান লাদাখ ফিঙ্গার ৮-এ ফিরে যাক। অন্যদিকে চিন ফিঙ্গার ২-এর দখল চায়। তাদের ইচ্ছার তালিকায় আছে ফিঙ্গার ৪ থেকে ৮ পর্যন্ত আধিপত্য বিস্তার। সবমিলিয়ে অবস্থা আরও জটিল হয়ে উঠছে। তবে সেখানে সাময়িক সিদ্ধান্ত বদল করল লালফৌজ। লাদাখের ফিঙ্গার ৪ এলাকা থেকে তাঁদের কিছু সেনা সরিয়ে নিয়ে গেল চিন। এমনকি প্যাংগং হ্রদ থেকে তাদের কিছু নৌকাও সরে গিয়েছে।

আরও পড়ুন- করোনার জন্য হারাতে পারে পুজোর জৌলুস, বাজেট কমাতে শুরু করেছেন উদ্যোক্তারা

- Advertisement -

প্রসঙ্গত, শুক্রবারে সামনে আসা এক উপগ্রহ চিত্রে দেখা গেছে, নতুন করে কোনও কাঠামো আর ওই অঞ্চলে তৈরি হয়নি। সেনা মোতায়েনের বহরও আগের চেয়ে অনেকটাই কমেছে।

শনিবার সেনা সূত্রে খবর, ফিঙ্গার ৪ এবং প্যাংগং থেকে চিন আরও কিছু সেনা সরিয়ে নিয়েছে। কিন্তু সার্বিকভাবে ফিঙ্গার-৪ চিনা সেনামুক্ত হয়ে গিয়েছে, এমনটা বলা যাচ্ছে না। অর্থাৎ প্যাংগং এলাকায় এখনও চিনা সেনার আংশিক উপস্থিতি রয়েছে

অপরদিকে, গালওয়ান উপত্যকায় দু’পক্ষ যে শর্তে সেনাদের পিছিয়েছে, তাতে এক কিলোমিটার অঞ্চল  চিনের দখলে গিয়েছে বলে অভিযোগ। তেমনই হটস্প্রিং এবং প্যাংগং এলাকা থেকেও চিনের সেনা সরানোর শর্ত হিসেবে কিছু জমি ভারত খোয়াতে চলেছে কি না, সেই আশঙ্কার কথাও উঠছে নানা মহলে।

আরও পড়ুন- রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিতে চলেছে ফেসবুক

তবে সেনা সূত্রে খবর, এই পরিস্থিতির জট শীঘ্রই কেটে যাবে। সম্ভবত পরের বৈঠকেই মিলবে সুরাহা। সেনা সরানোর ক্ষেত্রে দুইদেশের বৈঠকেই বেরিয়ে আসবে সমাধান। উল্লেখ্য, এর আগে দুই দেশের মধ্যে ৩টি সেনা বৈঠক হয়ে গেছে। সব কটিই ইতিবাচক।