
চণ্ডীগড়: গরমের শুরুতেই সীমান্ত দিয়ে ভারতে বহু সন্ত্রাসবাদী ও পাকিস্তানিরা অনুপ্রবেশের চেষ্টা চালায়। শুধু কাশ্মীর নয় পাঞ্জাবে ভারত-পাকিস্তান সীমানা দিয়েও চলে দেদার অনুপ্রবেশ। এই কারণে অনান্য সময়ের তুলনায় সীমান্তে এখন আরও সতর্ক রয়েছে সুরক্ষাবাহিনীরা। মিলেছে সাফল্যও। পাঞ্জাবে আন্তর্জাতিক সীমান্তে এক পাক অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ।
বৃহস্পতিবার একজন বিএসএফ কর্মকর্তা জানিয়েছেন, পাঞ্জাবের ফিরোজপুর জেলায় আন্তর্জাতিক সীমান্তে এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সদস্যরা ২ এবং ৩ ফেব্রুয়ারির মধ্যরাতে কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। সঙ্গে সঙ্গে একটি সতর্কতা জারি করে বিএসএফ। সেনারা অনুপ্রবেশকারীকে চ্যালেঞ্জ করলেও সে থামেননি বলেই অভিযোগ। তখনই বিএসএফ সদস্যরা গুলি চালায়। ঘটনাস্থলেই ম্রত্যু হয় অজ্ঞাত পরিচয়ের পাকিস্তানি অনুপ্রবেশকারীর। এলাকা জুড়ে বিএসএফ-এর সেনাদের তল্লাশি অভিযান চলছে।
উল্লেখ্য, পাঞ্জাব সীমান্তে পাকিস্তান অধিকাংশ সময় মাদক চোরাচালান করে থাকে। পাচার করে অস্ত্রও। এমনকি কাশ্মিরের মতই ড্রোনের মাধ্যমেও মাদক ও অস্ত্র পাচার করতে গিয়ে ধরা পড়েছে পাকিস্তনি ড্রোন। নষ্ট করা হয়েছে পাক ড্রোনকে। নয়া পদ্ধতি অবলম্বন করার পর থেকেই আরও সতর্ক হয়েছে ভারতীয় সেনা। পাঞ্জাবে ভারত-পাক সীমান্তে আরও তীক্ষ্ণ করা হয়েছে বিএএসএফ-এর নজরদারি।