গ্যাস সিলিন্ডার দিতে এসে ফাঁকা বাড়িতে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, পুলিশের সামনেই গনপিটুনি

0
201

বারাসত: বাড়িতে কেউ না থাকার সুযোগে এক নাবালিকাকে শ্রীলতাহানির চেষ্টা। অভিযোগ গ্যাস ডেলিভারি করতে আসা  ডেলিভারি বয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারাসতের ২৮ নম্বর ওয়ার্ডে সতীন সেন পল্লী এলাকায়।

আরও পড়ুনঃ ইউক্রেন প্রসঙ্গে রাশিয়ার পাশেই চিন, ফ্রান্স সহযোগিতা করতে চায় বাইডেনকে

- Advertisement -

জানা গিয়েছে, বৃহস্পতিবার বাড়িতে একাই ছিলেন দশম শ্রেণীর এক স্কুলছাত্রী। ছাত্রীটির মা কাজের সুত্রে বাইরে গিয়েছিল। সেই সুযোগেরই সদ্ব্যবহার করে অভিযুক্ত। সেই সময় গ্যাস দিতে আসে কায়েম মোল্লা নামে ওই গ্যাস ডেলিভারি বয়। ঘরে কেউ না থাকার সুযোগে ছাত্রীর হাত ধরে টানাটানি করে বলে অভিযোগ ওই ছাত্রীর। এরপরই আতঙ্কিত হয়ে চিৎকার করতে শুরু করে ওই ছাত্রী।

এদিকে ওই ছাত্রী চিৎকার করায় দৌড়ে পালবার চেষ্টা করে কায়েম মোল্লা নামে ওই গ্যাস ডেলিভারি বয়। কিন্তু শেষ রক্ষা হয়নি, এলাকার লোকজন হাতেনাতে ধরে ফেলে তাকে। পুলিশের সামনেই গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। ঘটনায় ইতিমধ্যেই বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে।