Kashmir: ফের অনুপ্রবেশের চেষ্টা, কাশ্মীরে BSF-র গুলিতে আন্তর্জাতিক সীমান্তে খতম এক মহিলা পাক অনুপ্রবেশকারী

বলা ভালো কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার পর থেকেই বেজায় চাপে পড়েছে পাকিস্তান। সেই থেকেই ভারতে আরও বেশি করে সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার মরিয়া চেষ্টা চালাছে ইমরান খানের দেশ।

0
48

শ্রীনগর: বারবার বাধা পেলেও শোধরাতে নারাজ ইমরান খানের দেশ পাকিস্তান। সুযোগ পেলেই সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যায়। জন্দি সহ একাধিক পাকিস্তানিদের ভারতে প্রবেশ করিয়ে দেওয়ার সুযোগের অপেক্ষা থাকে। সম্বাদ সেই কাজই করছিল আবাও। কিন্তু ব্যর্থ হয়েছে বিএসএফ-এর নজরদারির কাছে। এক পাকিস্তানি মহিলা অনুপ্রবেশকারীকে গুলি করে খতম হয়েছে বিএসএফ।

সোমবার এক আধিকারিক জানিয়েছেন জম্মু-কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের গুলিতে একজন পাকিস্তানি মহিলা অনুপ্রবেশকারী নিহত হয়েছে। বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এস পি এস সান্ধু বলেছেন, সতর্ক জওয়ানরা রবিবার রাতে আরএস পুরা সেক্টরে অনুপ্রবেশকারীকে খতম করেছে। যিনি বিএসএফ, জম্মুর জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, “বিএসএফ জওয়ানরা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেছে এবং অনুপ্রবেশকারীকে IB অতিক্রম না করার জন্য অনেকবার সতর্ক করেছে কিন্তু অনুপ্রবেশকারী আক্রমনাত্মকভাবে সীমান্ত বেড়ার দিকে ছুটতে থাকে।”

- Advertisement -

আরও পড়ুন- Rifle Factory: শর্টগান থেকে স্নাইপার, ইছাপুরে শুরু হল অস্ত্র প্রদর্শনী

বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে অনুপ্রবেশকারীকে আত্মসমর্পণ করতে বলা হলেও ভারতীয় সেনাদের কথা উপক্ষা করেই পালিয়ে যেতে যায়। সেই সময়েই গুলি চালায় বিএসএফ। তাতেই মৃত্যু হয়েছে ওই পাক মহিলা অনুপ্রবেশকারীর এবং অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে। বলা ভালো কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার পর থেকেই বেজায় চাপে পড়েছে পাকিস্তান। সেই থেকেই ভারতে আরও বেশি করে সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার মরিয়া চেষ্টা চালাছে ইমরান খানের দেশ। সীমান্তে বাধা পেরেই নতুন নতুন উপায় খুঁজছে পাক মদতপুষ্ট জঙ্গিরা ও তাদের সাহায্যকারী পাকিস্তানি সেনারা। তবে যাই করুক ভারতীয় সেনা সীমান্তে কড়া নজরদারির কাছে বারবারই অসফল হচ্ছে।