মিঠাইয়ের রাগ ভাঙাতে সিদ্ধার্থর নতুন প্ল্যান

0
9318

অর্পিতা দাস: উচ্ছেবাবুর রাগ নিয়ে এতদিন ভয়ে থাকত মিঠাই, এবার মিঠাই এর অভিমান নিয়ে চিন্তায় সিদ্ধার্থ। তবে অবশেষে মিষ্টি বউয়ের মানভঞ্জন করার দারুন প্ল্যান বের করে ফেলেছে সিদ্ধার্থ।

পিকনিকে প্রেমপর্বের বদলে সিদ্ধার্থ মিঠাই এর অভিমান পর্ব দেখছেন দর্শকেরা। তবে সেই অভিমানের মধ্যেও রয়েছে চোখে চোখে কথা, নানান ইশারা- যা অবশ্য নজর এড়াচ্ছে না দর্শকদের। তবে এবার আর দূরত্ব না অনেকটা কাছাকাছি সিদ্ধার্থ মিঠাই। মিঠাইকে নিজের কাছে এগিয়ে নিলেন সিদ্ধার্থ, এটুকুতেই শেষ নয়। আনরোমান্টিক উচ্ছে বাবু ভালবেসে বউয়ের খোপা সাজিয়ে দিলেন ফুল দিয়ে।

এ যেন সিদ্ধার্থর এক অন্যরূপ। সমরেশ মোদক কে সম্পূর্ণ বদলে দেওয়ার পর ছেলে সিদ্ধার্থ মোদককেও যেন বদলে দিল মিঠাই। হাতে ফুল নিয়ে পিসির কাছে যাওয়ার আগেই মিঠাইকে নিজের কাছে টেনে খোপায় ফুল লাগিয়ে দিলেন সিদ্ধার্থ। এই ঘটনার পর অবশেষে হাসি ফুটল মিঠাইয়ের মুখে। পিকনিকে কিছুতেই ঠিকমতো খুশি হতে পারছিল না মিঠাই। উপরে উপরে রাগ দেখালেও সিদ্ধার্থর মন ছিল মিঠাইয়ের দিকেই। এর আগে শ্রী, সিদ্ধার্থ কে বলেছিল সে যেন মিঠাই এর মান ভাঙায়।

কিন্তু সেই সময় সিদ্ধার্থ মিঠাইয়ের অভিমানকে স্টুপিড ইমোশন বলে উড়িয়ে দেয়‌। তবে আর নিজেকে আটকে রাখতে পারল না সিদ্ধার্থ। কারণ হাসিমুখ ছাড়া মিঠাই কে ভাবতেই পারেনা কেউ। তাই মিঠাই এর মুখে হাসি ফোটানোর পাশাপাশি এবার দর্শকদের মুখে হাসি ফোটাতে চলেছে সিদ্ধার্থ। এরপর নিশ্চয়ই কথা হবে সিদ্ধার্থ মিঠাই এর মধ্যে, হয়তো আরো কাছাকাছি আসবে তারা। মিঠাই যে সিদ্ধার্থ কে ভালবাসে তা সিদ্ধার্থ আগেই বুঝেছে, তবে এবার সিদ্ধার্থর বোঝানোর পালা। এবং দর্শকদের দাবি মেনে সেটাই করে দেখালো সিদ্ধার্থ।

- Advertisement -