ভারতে অনুপ্রবেশের জন্য মুখিয়ে প্রায় ২০০ সন্ত্রাসবাদী, LoC-তে নজরদারি বৃদ্ধি করছে বিএসএফ

0
41

শ্রীনগর: সন্ত্রাসবাদী হানার ঘটনার সংখ্যা বেড়েছে জম্মু-কাশ্মীর জুড়ে। উপত্যার নিরাপত্তা বজায় রাখা সুরক্ষাবাহিনীর কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এর মধ্যেই ভারতীয় সেনাকে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে সতর্ক করল গোয়েন্দারা। প্রায় ২০০ কাছাকাছি পাকিস্তানি সন্ত্রাসবাদি সীমান্তপারে অপেক্ষায় রয়েছে বলেই জানানো হয়েছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও, অনুপ্রবেশের সুযোগের সন্ধানে ১৭০ জনের মতো সন্ত্রাসবাদী পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে (PoK) ক্যাম্প করে আছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা (ISI) ভারতে হাইব্রিড এবং মাদকদ্রব্য হামলা চালানোর পরিকল্পনার তথ্য মেলার পরেই সীমান্ত নিরাপত্তা বাহিনী (BSF) নিয়ন্ত্রণরেখা বরাবর নিরাপত্তা জোরদার করেছে। বলা ভাল, সম্প্রতি কাশ্মীর থেকে পাঞ্জাবে ড্রোন ও টানেলের মাধ্যমে অস্ত্র পাঠানোর খবর মিলেছে। এই সমস্ত একাধিক সন্ত্রাসবাদ ঘিরে তথ্যই নিরাপত্তা বাহিনীর মধ্যে শঙ্কা তৈরি করেছে। সেনাবাহিনী এবং বিএসএফ সদস্যদের সীমান্তে নজরদারি বৃদ্ধি করার পরামর্শ দেওয়া হয়েছে। সুরক্ষাবাহিনী জানিয়েছে বারামুল্লা সেক্টরে বিএসএফ কর্মীদের সঙ্গে টহল দিতে যাওয়ার সময় এলওসি বরাবর সন্ত্রাসীদের ঘৃণ্য চক্রান্ত সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা হয়েছে। বিএসএফ এবং সেনা কর্মীদের মতে তাঁদের কাছে জোরাল গোয়েন্দা তথ্য রয়েছে। যেখানে দেখা গিয়েছে পাকিস্তানের নিষিদ্ধ সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্করের সন্ত্রাসবাদীরা ক্রমাগত পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় অনুপ্রবেশের সুযোগ খুঁজছে।

- Advertisement -

আরও পড়ুন- ফিরল লকডাউনের স্মৃতি, ট্রাকে চাকায় পিষে গেল ঘুমন্ত পরিযায়ী শ্রমিকড়া, মৃত ৩ আহত ১১

এমনকি সন্ত্রাসীদের সাহায্য করার জন্য, পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম ভারতীয় সেনাবাহিনী এবং বিএসএফ সদস্যদের লক্ষ্যবস্তু করার চেষ্টা করছে বলেও জানা গিয়েছে। শুধু তাই নয় ভারতে অনুপ্রবেশ ও হামলা চালানোর জন্য আইএসআই এবং পাকিস্তান সেনাবাহিনী লস্কর, জইশ এবং আফগানিস্তানের কয়েক ডজন সন্ত্রাসীকে প্রশিক্ষণ দিচ্ছে। গোয়েন্দা তথ্য বলছে PoK-তে প্রায় ৮০ জন জঙ্গি আফগানিস্তান থেকে ফিরে এসেছে। এই সমত তথ্য মেলার পরেই ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তে নজরদারি হাজারগুণে বৃদ্ধি করা হয়েছে। সেওঙ্গে সীমান্তে কর্মরত জওয়ানদের সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশ রুখতে দেওয়া হয়েছে বিশেষ পরামর্শ।