দেশজুড়ে কয়লা সংকট, ফের বাতিল বাংলার বহু ট্রেন

0
71

খাস ডেস্ক: কয়লার ঘাটতি দিনে দিনে বড় সমস্যার আকার নিচ্ছে। যেসব ক্ষেত্রে কয়লা ব্যবহার করা হয় সেখানে কাটছাঁট করা হচ্ছে। গত কয়েকদিনে দেশজুড়ে বহু ট্রেন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার ফের বাতিল করা হল বহু ট্রেন। যার ফলে যাত্রীদের ভোগান্তি বাড়বে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ভারতে অনুপ্রবেশের জন্য মুখিয়ে প্রায় ২০০ সন্ত্রাসবাদী, LoC-তে নজরদারি বৃদ্ধি করছে বিএসএফ

- Advertisement -

শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-ডানকুনি, হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-তারকেশ্বর, সোনারপুর-ক্যানিং শাখার ট্রেন বাতিল হয়েছে। এ রাজ্যে লোকাল ট্রেনের পাশাপাশি হাওড়া, শিয়ালদহ, সাঁতরাগাছি সহ একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। কেবল পশ্চিমবঙ্গ নয়, এদিন দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার রাজ্যেও ট্রেন বাতিল হয়েছে। আইআরটিসি সূত্রে খবর, আজ মোট ২৬৯ টি ট্রেন বাতিল করা হয়েছে। ১৪ টি ট্রেনের গন্তব্যের দূরত্ব কমিয়ে আনা হয়েছে।

আরও পড়ুন: Chetana Raj : চাঞ্চল্যকর তথ্য, দু’নম্বরি কসমেটিক সেন্টারে সার্জারি করিয়েছিলেন অভিনেত্রী

প্রসঙ্গত, কয়লা সংকটের কারণে একের পর এক ট্রেন বাতিল হয়েছে। জানা গিয়েছিল, আগামী ২৪ মে পর্যন্ত বাতিল করা হয়েছিল ১১০০ টি ট্রেন। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে মেইল এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন। মে মাসেই কয়লার সংকট আরও তীব্র হবে বলেই জানা গিয়েছিল।