জিও-র মোবাইল টাওয়ার বাঁচাতে আদালতে ছুটল রিলায়েন্স

0
53

চন্ডীগড়: ভাঙচুরের হাত থেকে জিও-র মোবাইল টাওয়ারগুলিকে বাঁচাতে এবার পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের দ্বারস্থ হল রিলায়েন্স৷ গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে, কৃষি আইনের প্রতিবাদে একদল মানুষ পাঞ্জাবের জিও-র মোবাইল টাওয়ারগুলিতে ভাঙচুর চালাচ্ছে৷ অভিযোগ, ভাঙচুরকারীরা জিও-র কর্মীদেরও কাজে দেয়৷ এদিকে টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় আশেপাশের এলাকায় জিও-র নেটওয়ার্ক পেতে অসুবিধা হচ্ছে ব্যবহারকারীদের৷ এর বিহিত চেয়ে হাইকোর্টে আজ আবেদন করল রিলায়েন্স৷

পাঞ্জাবে জিও-র ৯ হাজার টাওয়ার আছে৷ এর মধ্যে ডিসেম্বরে অকেজো হয়ে পড়েছে ১৫০০ টাওয়ার৷ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লিতে আন্দোলন করছেন পাঞ্জাবের কৃষকদের একটা বড় অংশ৷ আন্দোলনকারী একাংশের ধারনা, রিলায়েন্স জিওকে সুবিধা পাইয়ে দিতে এই তিনটি কৃষি আইন এনেছে কেন্দ্র৷ তাই তাদের সব রাগ গিয়ে পড়ে জিও-র মোবাইল টাওয়ারের উপর৷

- Advertisement -

শুধু জিও-র টাওয়ারে ভাঙচুর চালানো হয়নি৷ বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে৷ অনেক জায়গায় জেনারেটর চুরি হয়ে গিয়েছে৷ তখন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাঙচুরকারীদের কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন৷ বলেছিলেন, কেউ টাওয়ারের ক্ষতি করলে পুলিশ ব্যবস্থা নেবে৷ কিন্তু মুখ্যমন্ত্রীর হুঁশিয়ার সত্ত্বেও কারওর বিরুদ্ধে একটি কেস দায়ের করেনি পুলিশ৷ তাই কেউ ধরাও পড়েনি৷ এদিন আদালতে তাই রিলায়েন্স জানিয়েছে, দুষ্কৃতীরা যাতে ভাঙচুর করতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিক৷ সরকার অবিলম্বে এই ধরনের ঘটনা বন্ধে দ্রুত কার্যকরী ব্যবস্থা নিক৷

তবে রিলায়েন্স মনে করছে, তাদের বিরুদ্ধে অপপ্রচার চলছে৷ কৃষক আন্দোলনের সুযোগে সক্রিয় হয়ে উঠেছে কায়েমি স্বার্থবাহী চক্র৷ এতে আখেড়ে পরিকাঠামোর ক্ষতি হচ্ছে৷ কর্মীদের জীবন বিপন্ন হয়ে উঠেছে৷ এক বিবৃতি জারি করে রিলায়েন্স পরিষ্কার জানিয়ে দিয়েছে, এই কৃষি আইনের সঙ্গে রিলায়েন্সের কোনও সম্পর্ক নেই৷ রিলায়েন্সের কোনও সংস্থা চুক্তিচাষ করেনি৷ এমনকি তাদের ওই ব্যবস্থা করার কোনও পরিকল্পনা নেই বলেও বিবৃতিতে জানানো হয়েছে৷