লকডাউনে সবজির অভাবে ভুগছে না দেশবাসী, আশ্বাস কৃষিমন্ত্রীর

0
232

নয়াদিল্লি: লকডাউনের পরিস্থিতিতে বেশ কিছু জায়গায় খাদ্যসামগ্রীর এবং সবজির ঘাটতি নিয়ে অভিযোগ আসে। এবার এই অভিযোগকেই উড়িয়ে দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। উৎপাদন এবং বৃদ্ধি স্বাভাবিক রয়েছে বলেই তিনি জানিয়েছেন।

বুধবার নরেন্রদ সিং তোমর জানিয়েছেন, লকডাউন চলাকালীন কোনও সাধারণ মানুষেরই সবজির অভাব হচ্ছে না। তিনি সাংবাদিক বৈঠকে আরও জানিয়েছেন, কৃষিকাজ দেশের জন্য খুব গুরুত্বপুর্ন হওয়ায় সরকার তার উন্নতির দিকে সবসময়েই নজর রেখেছে।

- Advertisement -

তিনি আরও জানিয়েছেন, বিপদের সময়েও কৃষি অর্থনীতি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি জানিয়েছেন, আজকের দিনেও শাকসবজির অভাবে কোনও মানুষকেই পড়তে হয়নি।

নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন দেশের কৃষিমন্ত্রক এই বিপদের দিনেও কৃষকদের পাশে থেকেছে। মন্ত্রক থেকে ১৭,৯৮৬ কোটি টাকা কৃষকদের দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি থেকে কৃষকদের প্রচুর লাভ হয়েছে করোনা সংকটের মধ্যেও।

তোমর জানিয়েছেন, মন্ত্রক থেকে লকডাউনের মধ্যেও কৃষি পরিষেবার জন্য অনেক ছাড়ই দেওয়া হয়। কেন্দ্রের তরফ থেকে কৃষির উৎপাদনকে স্বাভাবিক রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।