ফের কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি পেলেন হুমকি দেওয়া ফোন, ১০ কোটি টাকা মুক্তিপণ দাবি

0
34
nitin gadkari

নয়াদিল্লি: চলতি মাসের জানুয়ারি মাসেই খুনের হুমকি দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করিকে। এমনকি তাঁর অফিস উড়িয়ে দেওয়ার কথাও বলা হয়েছিল। সেই ঘটনার পর ফের একবার এল হুমকি দেওয়া বার্তা। শুধু তাই নয় দাবি করা হয়েছে মোটা অঙ্কের মুক্তিপণ।

মহারাষ্ট্রের নাগপুরে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করির অফিসে হুমকি ফোন এসেছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তি খামলা এলাকায় গাডকরির জনসংযোগ দফতরের ল্যান্ডলাইন নম্বরে কল করে ১০ কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে। এক মাসের কিছু সময়ের ব্যবধানে আবারও এই হুমকি দেওয়া ফোন কেন্দ্রীয় মন্ত্রীর জন্য যথেষ্ট চিন্তার কারণ হয়ে উঠেছে।  জানুয়ারিতে, নীতিন গড়কড়ির বাসভবন এবং অফিসে একই ধরনের হুমকিমূলক কল করা হয়েছিল। অভিযুক্ত ব্যক্তি যিনি দাউদ ইব্রাহিম গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছিলেন এবং  ১০০ কোটি টাকা দাবি করেছিলেন।

- Advertisement -

আরও পড়ুন: “বর্তমান সময়ের মীরজাফর রাহুল গান্ধী” দাবি বিজেপির, ক্ষমা চাইবেন কি সনিয়া তনয়, স্পষ্ট জবাব কংগ্রেসের

 ১৪ জানুয়ারী সকাল ১১.২৫  থেকে ১২.৩০  মধ্যে গডকরির পিআর অফিসের ল্যান্ডলাইন নম্বরে তিনটি হুমকি   দেওয়া ফোন আসে যার পরে নাগপুরের বিজেপি  সাংসদের বাড়ি এবং অফিসে নিরাপত্তা বাড়ানো হয়েছিল। জয়েশ পূজারি নামে পরিচিত ফোনকারী মন্ত্রীর দাবি পূরণ না হলে বোমা মেরে খুনের করার হুমকি দিয়েছিল। তদন্তের পরে জানা গিয়েছে যে যিনি ফোন করেছেন তিনি  জেলের একজন বন্দী এবং অতীতে একটি হত্যা মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। হিন্দালগা জেল থেকে ফোন করা হয়েছিল।  নাগপুর পুলিশের সাইবার সেল অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং তথ্য প্রযুক্তি আইনের প্রাসঙ্গিক বিধানের অধীনে একটি মামলা নথিভুক্ত করেছে।