New IT Rules 2021: এফএকিউস প্রকাশ, বাক ও মত প্রকাশের স্বাধীনতা

0
25

খাসখবর ডেস্ক: নতুন করে আইটি নিয়মগুলি প্রকাশ করা হল। সোমবার সরকার জানিয়েছে যে নতুন নিয়ম গুলি সংবিধানে বাক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কিংবা ব্যবহারকারীদের ওপর কোনরকম বাধ্যবাধকতা রাখে না।

মন্ত্রালয়ের মতে, নতুন নিয়ম গুলি বাক ও মত প্রকাশের স্বাধীনতা লংঘন করে না। নতুন আইডি রুলে সেই অধিকার গুলি সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। সাধারণত যেসব প্রাথমিক উদ্দেশ্য বাণিজ্যিক লেনদেন করা হয় বা ইন্টার্নেট বা সার্চ ইঞ্জিন বা পরিষেবা প্রদান করা হয় তারা সামাজিক মিডিয়ার হিসেবে যোগ্য হবে না।

- Advertisement -

আরও পড়ুন-Yuvraj Singh: অবসর ভেঙে মেইন ইন ব্লু -তে ক্যামব্যাক করতে চান যুবি

মন্ত্রকের মতে, অজানা ব্যক্তি বা ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ দেওয়া এবং ভোগ করে নেওয়ার সুবিধা মতন কনটেন্টের শেয়ার অপশন অনলাইনে থাকবে। আইটি রুল করা হয়েছে, সাধারণ ব্যবহারকারীদের উপকারের জন্য। যারা কোন মধ্যস্থকারী প্ল্যাটফর্ম ব্যবহার করছেন এই আইন মতে নিয়মগুলি নেতৃত্বে সুরক্ষা বৃদ্ধির পাশাপাশি একটি শক্তিশালী নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে প্ল্যাটফর্মের জবাবদিহিতা নিশ্চিত করে।

প্রায় ৫০ লক্ষের বেশি ব্যবহারকারী রয়েছেন তাদের একটি মাসিক কমপ্লেক্সে রিপোর্ট প্রকাশ করতে হবে। যাতে প্রাপ্ত অভিযোগের বিবরণ এবং গৃহীত পদক্ষেপের পাশাপাশি সক্রিয়ভাবে সরানো সামগ্রীর বিবরণ প্রকাশ করা থাকবে। এবিষয়ে আইডি প্রতিমন্ত্রী বলেছেন, “সমস্ত ভালো জিনিসের ইন্টারনেট সুশাসন প্রদানের ক্ষমতা পাশাপাশি গণতন্ত্রের জন্য সরকারি পৌঁছানোর ক্ষমতাকে প্রতিনিধিত্ব করে। এবিষয়গুলোর ওপর উল্লেখযোগ্য বৃদ্ধিকে প্রতিনিধিত্ব করে। সেই কারণেই খারাপ কে মোকাবেলা করতে এবং পাশাপাশি ভালকে বাড়াতে এই নতুন নিয়মকে মান্যতা দেয়া উচিত।”