Local train: ট্রেন চালু হওয়ার পর বাস্তবে অবস্থা কি, পাবলিকের গা-ছাড়া ভাব দেখে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা

0
29

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: দীর্ঘ ৬ মাস পর স্বাভাবিক ছন্দে ফিরেছে কলকাতা ও শহরতলির তথা গ্রামবাংলার লাইফলাইন লোকাল ট্রেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি নিত্যযাত্রীরা। পূর্ব রেলের দক্ষিণ শাখার শিয়ালদহ, ডায়মন্ড হারবার, ক্যানিং, বারুইপুর, জয়নগর, কাকদ্বীপ সহ একাধিক স্টেশনে নিত্যযাত্রীদের ভীড় ও খুশি লক্ষ্য করা গিয়েছে।

আরও পড়ুনঃ SRK এর জন্মদিনে আসুন দেখে নি ট্রেন্ডিং ট্যাগস কোনগুলো

- Advertisement -

রবিবার থেকে শহর ও শহরতলিতে চালু হয়েছে লোকাল ট্রেন। এত দিন ‘স্টাফ স্পেশ্যাল’-এ উঠে যাত্রীদের একাংশকে যাতায়াত করতে দেখা গেলেও সরকারি ভাবে রবিবার থেকেই ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালু হয়েছে। যদিও ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালানোর নির্দেশ মানা আদৌ কী ভাবে সম্ভব, তা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলেছিলেন অনেকে। কিন্তু ট্রেন চালু হওয়ার পর বাস্তবে অবস্থাটা কী হতে চলেছে, তার আভাস মিলেছিল রবিবারই। বেশ কয়েকটি ট্রেনে ঠাসাঠাসি করে, ঝুলতে ঝুলতে যাতায়াত করতে দেখা যায় যাত্রীদের। মঙ্গলবারও দেখা গিয়েছে সেই একই চিত্র। বাস স্টপ গুলিতে তেমনভাবে লোক না দেখা গেলেও সবাই ঝাঁপিয়ে পড়েছেন লোকাল ট্রেন ধরে কর্মস্থলে যেতে। আর এই ভিড় থেকেই রাজ্যে ফের নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ Digha: কমছে দিঘার সমুদ্রের নাব্যতা, মোহনায় ডুবল মাছ ভর্তি ট্রলার, সাঁতরে পারে এলেন মৎস্যজীবীরা

স্বল্পমূল্যে কম সময়ের মধ্যে মানুষ নিজেদের গন্তব্যস্থলে পৌঁছানোর একমাত্র মাধ্যম হল রেলপথ। লোকাল ট্রেন বন্ধ হওয়ার পর নিত্যযাত্রীদের নিজেদের কর্মস্থলে যাওয়ার জন্য একমাত্র ভরসা ছিল সড়ক পরিবহনের উপর।ছিল। তাই লোকাল ট্রেন পরিষেবা চালু হতেই খুশি নিত্যযাত্রীরা। বিভিন্ন স্টেশন গুলিতে যেমন নিত্যযাত্রীদের ভীড় উপচে পড়েছে তেমনি যাত্রীদের মধ্যে অস্বচেতনতার সেই চেনা ছবি আবারও ধরা পড়েছে। নদিয়া, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, দুই মেদিনীপুর থেকে হাওড়া ও শিয়ালদামুখী যে ভিড় ধরা পড়ছে তা বাংলায় কোভিডের তৃতীয় ঢেউ ছড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। সেই ভিডে নেই শারীরিক দূরত্ববিধি মেনে চলার মতো অবস্থা। অনেকেই মাস্কটাও পড়ছেন না। ঠিকভাবে হচ্ছে না স্যানিটাইজেশনও। মানুষের মধ্যে এই অস্বচেতনতার ছবি দেখেই কার্যত সিঁদুরে মেঘ দেখছে বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, পুজোর পরে যেভাবে রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, তাতে বলা বাহুল্য রাখেনা যে করোনার তৃতীয় ঢেউ আবারও আঘাত হানতে চলেছে রাজ্যে। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে সাধারণ মানুষকে মাস্ক এর ব্যবহার ও সামাজিক দূরত্ব বৃদ্ধি মেনে চলার কথা বললেও তাতে বিন্দুমাত্র কর্ণপাত করছেন না যাত্রীরা। এই জায়গা থেকেই বিশেষজ্ঞদের অনুমান যে, সাধারণ মানুষ যদি না করোনা স্বাস্থ্যবিধি না মানে তাহলে ভয়ানক পরিণাম অপেক্ষা করছে। রেল পুলিশের পক্ষ থেকে, বারবার স্টেশনগুলোতে অভিযান চালিয়ে মাস্ক বিহীন যাত্রীদের ট্রেনে ওঠা ও স্টেশন সংলগ্ন এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরার উপর যদিও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।