National Maritime day: পরিবেশ-বান্ধব প্রকল্পে জোর, ২০৭০-এর মধ্যে ‘দূষণমুক্ত’ ভারত গড়তে প্রস্তুতি শুরু কেন্দ্রের

0
23

খাস ডেস্ক: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই ঘোষণা করেছিলেন পরিবেশ রক্ষার্থে উদ্যোগ গ্রহণ করেছে ভারত সরকার। ২০৭০ সালের মধ্যে ভারত নেট-জিরো কার্বন নির্গমন’ টার্গেট পূরণ করবে। মঙ্গলবার জাতীয় সমুদ্র দিবস বা National Maritime day-র শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ঘোষণা করেন, ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। ভারত সময়ের মধ্যেই লক্ষ্য পূরণ করতে সফল হবে।

আরও পড়ুন: ঝাঁজের চেয়েও বেশি রয়েছে গুণ, জানুন কিভাবে কাজে লাগাবেন পিঁয়াজ…

- Advertisement -

মঙ্গলবার দিল্লিতে দিনটি উদযাপনের জন্য একটি সামুদ্রিক সচেতনতার লক্ষ্যে পথসভার আয়োজন করা হয়েছিল।

১৯৬৪ সাল থেকে প্রতি বছরের ৫ এপ্রিল দিনটিকে জাতীয় সমুদ্র দিবস হিসেবে পালন করা হয়। যদিও ভারতে নৌপরিবহণ ব্যবস্থার সূচনা হয়েছে ১৯১৯ সালেই। ১৯১৯ সালের ৫ এপ্রিল প্রথম জাহাজ হিসেবে ‘দ্য এসএস লয়্যালটি’ মুম্বই থেকে ইউকে রওনা দিয়েছিল। ১৯৫৯ সালে ভারত আইএমও-তে যোগদান করে। এটি সামুদ্রিক নিরাপত্তা এবং দূষণ প্রতিরোধের দায়িত্বে রয়েছে।

আরও পড়ুন: আবারও ফিরল পুরানো আতঙ্ক, কাশ্মীরে গুলিবিদ্ধ কাশ্মীরি পণ্ডিত

প্রসঙ্গত, বর্তমানে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ গোটা বিশ্বকে উদ্বিগ্ন করে তুলেছে। যেকোনও দেশের সামান্য একটি পদক্ষেপ তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটিয়ে দিতে পারে। অন্যদিকে, পাকিস্তানের বর্তমান পরিস্থিতির ভারতীয় সেনাবাহিনী অধিক সচেতন হয়েছে। দেশকে সুরক্ষিত রাখতে স্থলে সেনাবাহিনীর পাশাপাশি জলপথে নৌবাহিনী সমান ভাবে গুরুত্বপূর্ণ। যে কারণে জাতীয় সমুদ্র দিবসের গুরুত্ব আরও বেড়েছে।