গরু আমাদের মায়ের মত, দিলীপ ঘোষের পর এবার দাবী প্রধানমন্ত্রীর

0
105

খাস খবর ডেস্ক: বৃহস্পতিবার বারাণসীতে ২২টি উন্নয়নশীল প্রকল্পের উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে বিষয়টিতে জাতীয় রাজনীতি বারেবারে সরগরম হয়ে এসেছে, তা নিয়েই সেখানে এক চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন মোদী।

এতদিন রাজ্যে দিলীপ ঘোষ বারবারে চেষ্টা করে গিয়েছেন গরুর মাহাত্ম্য বোঝানোর। একই সুর প্রধানমন্ত্রীর গলাতেও। বলেন, “আমাদের সরকারের শীর্ষ উদ্দেশ্যগুলির অন্যতম হল ভারতের দুগ্ধ খাতকে শক্তিশালী করা। কিছু লোকের কাছে গরু নিয়ে কথা বলা অপরাধ। কিন্তু আমাদের কাছে গরু মাতৃতুল্য।” যোগ করেন, “ভারতের ৮ কোটি মানুষের সংসার গরু-মহিষের ওপর নির্ভরশীল। যারা মজা করছেন, তারা এসব ভুলে গিয়েছেন।”

- Advertisement -

আরও পড়ুন: গরুর দুধ থেকে ছড়াচ্ছে ব্রুসেলোসিস, ঝুঁকি কাদের সবথেকে বেশী, জেনে নিন

দুগ্ধখাত শক্তিশালী করার কথা বলছেন। কতটা শক্তিশালী হয়েছে, তা-ও জানা গিয়েছে প্রধানমন্ত্রীর কথায়। “গত ছয় সাত বছরে দেশের দুগ্ধ খাত ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ মুহূর্তে বিশ্বের সার্বিক দুগ্ধ খাতের ২২ শতাংশই ভারতের।” জানান মোদী।