গরুর দুধ থেকে ছড়াচ্ছে ব্রুসেলোসিস, ঝুঁকি কাদের সবথেকে বেশী, জেনে নিন

0
325

খাস খবর ডেস্ক: একে করোনায় রক্ষা নেই, ব্রুসেলোসিস দোসর। বাংলায় ক্রমেই বাড়ছে ব্রুসেলোসিস আক্রান্তের সংখ্যা। গত দেড় মাসে মোট ৪৫ জন আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন: বুস্টার ডোজে অতিমারী কমার বদলে উল্টে বেড়ে যাবে, চাঞ্চল্যকর দাবী WHO প্রধানের

- Advertisement -

ব্রুসেলা নামের এক ব্যাকটেরিয়া থেকেই ছড়ায় এই ব্যাধি। যা মূলতঃ গবাদিপশুর মধ্যে ছড়িয়ে পড়ে। এই সমস্ত সংক্রামিত পশুর দুধ না ফুটিয়ে পান করলে কিংবা তাদের দেহের সংস্পর্শে আসলে মানুষের দেহেও ছড়িয়ে পড়ে এই ব্যাকটেরিয়া। কিন্তু কথা হচ্ছে, যদি আপনি সত্যি সত্যিই ব্রুসেলোসিস আক্রান্ত হন, তাহলে বুঝবেন কী করে? কী কী উপসর্গ দেখা দিতে পারে?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ব্রুসেলোসিসের প্রাথমিক লক্ষণ অনেকটা কোভিডেরই মত। কাঁপুনি দিয়ে জ্বর, গাঁটে গাঁটে কিংবা পেশিতে ব্যথা কিংবা মাথা যন্ত্রণা হতে পারে। এসব উপসর্গ দেখা দিলে মোটেই অবহেলা করবেন না। শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে রোগী মারা পর্যন্ত যেতে পারেন।

আরও পড়ুন: Weather Update: শীতের আমেজে বড়সড় ধাক্কা, আজ থেকে বাড়ছে তাপমাত্রা

ব্রুসেলোসিসের শিকার যে কেউই হতে পারেন। কিন্তু ঝুঁকি সবচেয়ে বেশী কাদের? রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ দফতরের কর্মীরা সবথেকে বেশী আক্রান্ত হচ্ছেন এই রোগে। কারণ গবাদিপশুর সংস্পর্শে এলেই সংক্রামিত হতে পারে এই রোগ। গরুর দুধ থেকেও ছড়াতে পারে ব্রুসেলা ব্যাকটেরিয়া। সে কারণেই বিশেষজ্ঞরা সবসময় দুধ ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন।