এবার দুর্গাপুজোর ১০ দিন আগে থেকে শুরু হবে সেলিব্রেশন: Mamata Banerjee

0
63

কলকাতা: শুধুমাত্র বাংলা নয়, বাঙালির শ্রেষ্ঠ উত্‍সব হল দূর্গাপুজো। যা ধর্মের বেড়াজাল টপকে প্রবেশ করেছে বাঙালির মনে। চারদিনের আনন্দ হই হুল্লোড়ের যেন সকলকে এক করার মঞ্চ। সম্প্রতি দূর্গাপুজো করার জন্য প্রত্যেকটি ক্লাবকে আলাদা করে অনুদান দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। যাতে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া যায়। মুখ্যমন্ত্রীর সেই বিশ্বাস আজ বাঙালির মুকুটে পালক জুড়ে দিয়েছে।

আরও পড়ুনঃ Suvendu-র খাসতালুকে সক্রিয় সিবিআই, ভোট-পরবর্তী হিংসায় মৃত ব্যাক্তির খুনের তথ্য পেশ আদালতে

- Advertisement -

সদ্য মিটেছে কলকাতা পুরভোট। জয়ী হয়েছে তৃণমূল। বৃহস্পতিবার জয়ী প্রার্থীদের নিয়ে মহারাষ্ট্র নিবাসে বৈঠকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি প্রসঙ্গে। এদিন দুর্গাপুজো নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কলকাতাই সেরা। সেরার সেরা হতে হবে কলকাতাকে। হেরিটেজের জন্য আমরা সেলিব্রেশন করব। আগামী বছর দুর্গাপুজোর ১০ দিন আগে থেকে শুরু হবে সেলিব্রেশন।” যদিও ঠিক কীভাবে সেলিব্রেশন করা হবে, তা এখনও জানাননি তিনি।

আরও পড়ুনঃ Tathagata Roy Slams BJP: ‘ধীরে ধীরে নিশ্চিহ্ন হবার পথে এগিয়ে যাচ্ছে’, ফের বিস্ফোরক টুইট তথাগত রায়ের

সম্প্রতি কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো। ইউনেস্কোর তরফে টুইটারে লেখা হয়, “মানবসভ্যতার অতুলনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় এবার কলকাতার দুর্গাপুজো।” বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় বুধবার উৎসবের আমেজ তৈরি হয়েছিল শহর কলকাতায়।

কলকাতার দুর্গাপুজোকে দেওয়া ইউনেস্কোর হেরিটেজ তকমা উদযাপন করতে বুধবার পদযাত্রা করেন কলকাতার বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তারা। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে থেকে শুরু হয়ে ডোরিনা ক্রসিং পর্যন্ত যায় সেই পদযাত্রা। কারও হাতে ছিল ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে তৈরি প্ল্যাকার্ড। কেউ হাতে ধরে আছেন মা দুর্গার চালচিত্রের রেপ্লিকা। বাঙালির এই পুজো উদযাপনের সমাপ্তি চিহ্নিত হয় জাতীয় সংগীতের মাধ্যমে। এবার হেরিটেজ তকমা প্রাপ্তির আনন্দ উদযাপনের জন্য বাড়ানো হচ্ছে দুর্গোৎসবের সময়।