ভারত ও বিদেশে মুকেশ আম্বানি ও তাঁর পরিবারকে দিতে হবে Z+ ক্যাটাগরির নিরাপত্তা, নির্দেশ শীর্ষ আদালতের

0
32

মুম্বই: ভারতে রাজনৈতিক নেতাদের মতই এবার নিরাপত্তা পাবেন আম্বানি ও তাঁর পরিবার। সুপ্রিম কোর্ট আজ স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দিয়েছে যে মুকেশ আম্বানি এবং তাঁর পরিবারকে যেন সারা ভারতের পাশাপাশি বিদেশে Z+ নিরাপত্তা দেওয়া হয়। রাজনৈতিক কোনও নেতা না হলেও ব্যবসা বানিজ্যের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হলেন রিলায়েন্সের কর্ণধার। সেই সঙ্গেই ভারতের সবথেকে ধনী ব্যক্তিও তিনি।

আজ বুধবার বিচারপতি কৃষ্ণ মুরারি এবং বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহর বেঞ্চ জানিয়েছে যে Z+ ক্যাটাগরির নিরাপত্তার পুরো খরচটাই আম্বানিরা বহন করবে। শীর্ষ আদালতের বেঞ্চ এদিন আরও বলেছে যে পরিবারটি ভারতের মধ্যে থাকাকালীন মহারাষ্ট্রের রাজ্যসরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রক তাদের নিরাপত্তা প্রদান করবে এবং যখন তারা বিদেশ ভ্রমণ করবে তখন স্বরাষ্ট্রমন্ত্রক দ্বারা নিরাপত্তার ব্যবস্থা করা হবে। আদালত তার আদেশে বলেছে, “ বিভিন্ন পক্ষের বিজ্ঞ পরামর্শ শুনে, আমরা বিবেচনা করি যে যদি কোনও নিরাপত্তা হুমকি থাকে, তবে সুরক্ষা কভার প্রদত্ত এবং তাও উত্তরদাতাদের নিজস্ব খরচে, একটি নির্দিষ্ট এলাকা বা থাকার জায়গায় সীমাবদ্ধ করা যায় না। উত্তরদাতাদের ব্যবসায়িক কর্মকাণ্ড দেখছি। ২ থেকে ৬ দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরেও, নিরাপত্তা কভার প্রদানের উদ্দেশ্যটি হতাশ হয়ে দাঁড়াবে, যদি এটি একটি নির্দিষ্ট স্থান বা এলাকায় সীমাবদ্ধ থাকে।”

- Advertisement -

আরও পড়ুন: চর্চায় দিল্লি, এর মধ্যেই AAP ছেড়ে BJP-তে যোগ দিলেন বেঙ্গালুরুর প্রাক্তন পুলিশ কমিশনার

উল্লেখ্য, ত্রিপুরা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশকে চ্যালেঞ্জ করে কেন্দ্রের বিশেষ ছুটির আবেদনে বিকাশ সাহার দায়ের করা একটি আবেদনের ভিত্তিতে আজ শীর্ষ আদালত এই আদেশ দিয়েছে। যেখানে মুকেশ আম্বানি, তাঁর স্ত্রী নীতা আম্বানি এবং তাঁদের সন্তান আকাশ, অনন্ত ও ইশাকে নিয়ে হুমকির ধারণা সম্পর্কিত মূল ফাইলগুলি উপস্থাপন করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছিল। হাইকোর্ট ২৮ জুন ২০২২-এ স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিককে সিল করা কভারে প্রাসঙ্গিক ফাইলগুলি নিয়ে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল। পরিবারের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মুকুল রোহাতগি দাবি করেছেন যে মুম্বাই পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয় এবং ভারতের ইউনিয়ন দ্বারা মূল্যায়ন করা ক্রমাগত হুমকির পরিপ্রেক্ষিতে পরিবারকে সর্বোচ্চ স্তরের Z+ সুরক্ষা কভার দেওয়া হয়েছিল। সিনিয়র অ্যাডভোকেট আরও বলেছেন, পরিবারটি দেশকে আর্থিকভাবে অস্থিতিশীল করার অভিযোগের জন্য ক্রমাগত ঝুঁকির মধ্যে ছিল এবং এই ধরনের ঝুঁকি শুধুমাত্র ভারত জুড়েই বিদ্যমান নয় যখন পরিবারটি বিদেশে ভ্রমণ করে তখনও থাকতেই পারে।

আরও পড়ুন: চিনের এক গবেষণাগার থেকে ছড়িয়েছিল করোনা ভাইরাস, সামনে এল সত্য

জানিয়ে রাখা ভাল, একাধিকবার মুম্বইয়ে মুকেশ আম্বানির বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়। বাড়ির বাইরে বোমা রাখা আছে বলেও ভয় দেখানো হয়েছিল। সেই ঘটনার পর থেকেই দেশের সবথেকে ধনী ব্যক্তি ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল। নাগপুর পুলিশ  একজন বেনামী ব্যক্তির কাছ থেকে একটি ফোন পেয়েছিল যিনি মুকেশ আম্বানি, অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্রের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। কল পাওয়ার পরই নাগপুর পুলিশ মুম্বাই পুলিশকে সতর্ক করে। অভিযুক্ত ব্যক্তি আরও দাবি করেছিলেন যে,  মুকেশ আম্বানির বাংলো অ্যান্টিলিয়াতে বিস্ফোরণ ঘটবে।