চিনের এক গবেষণাগার থেকে ছড়িয়েছিল করোনা ভাইরাস, সামনে এল সত্য

0
40
covid

বিশ্বদীপ ব্যানার্জি: চলতি দশকের প্রথম দুই বছর বিশ্বজুড়ে করোনা ভাইরাস দাপট দেখিয়েছে। করোনার দাপটে মৃত্যু হয়েছে লক্ষ লক্ষ মানুষের। বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছে পৃথিবীর সব দেশেরই অর্থনীতি। সব মিলিয়ে করোনা মানে এখনও যেন ত্রাসের নামান্তর। সেই করোনা অতিমারীর উদ্ভব হল কীভাবে, সম্প্রতি সে সত্য-ই সামনে এল এবার।

আরও পড়ুন: মালগাড়ির সঙ্গে ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, মৃত অন্ততঃ ৩০

- Advertisement -

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

অন্ততঃ তেমনটাই দাবি করছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এফবিআই প্রধান ক্রিস্টোফার রে সম্প্রতি এক বিশিষ্ট সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন। সেখানে তিনি জানিয়েছেন, চিনের উহান প্রদেশের এক গবেষণাগার থেকে ছড়িয়েছিল করোনা ভাইরাস। এই মন্তব্যের পর কার্যত হইচই পড়ে গিয়েছে বিশ্বজুড়ে।

কয়েকটি গবেষণা থেকে জানা গিয়েছে, করোনা ভাইরাস উহানের বাজার থেকে ছড়িয়েছিল। ধারণা করা হয়, সামুদ্রিক খাবারের বাজার এবং বন্যপ্রাণীর বাজারে প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর এই ভাইরাস। এদিকে জানা যাচ্ছে, দ্য উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি এই বাজার থেকে মাত্র ৪০ মিনিট দূরত্বে অবস্থিত। এই গবেষণাগারটিতে করোনা ভাইরাস নিয়ে গবেষণা হয়।

মঙ্গলবার সাক্ষাৎকারে ক্রিস্টোফার রে বলেন, “প্রথম থেকেই করোনা ভাইরাস সম্পর্কে অস্পষ্ট ধারণা দিয়ে আসছে চিন। এটি গোটা বিশ্বের জন্যই অত্যন্ত দুর্ভাগ্যজনক।” এদিকে চিনের তরফে এফবিআইয়ের সমস্ত দাবি নস্যাৎ করে দেওয়া হয়েছে। শুধু তা-ই নয়। এফবিআইয়ের দাবিকে বেইজিংয়ের জন্য মানহানিকর বলে দাবি তাদের।