ফের বাড়ল দুধের দাম, জেনে নিন বিস্তরে

0
47

খাস ডেস্ক: ক্রমশ বেড়েই চলেছে দুধের দাম। এবার মাদার ডেয়ারির (Mother Dairy) দুধ খেতে গেলে খসবে আরও টাকা। সরকারি পরিসংখ্যান অনুসারে মূল্যবৃদ্ধিতে লাগাম দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু এর মধ্যেই আবার বাড়ল মাদার ডেয়ারি দুধের দাম। ফুল ক্রিম ও টোকেন মিল্কের দাম বাড়াল মাদার ডেয়ারি।

আরও পড়ুন কলকাতা বিমানবন্দরে উদ্ধার লক্ষাধিক টাকার সোনা, আটক ২

- Advertisement -

মাদার ডেয়ারি (Mother Dairy) রবিবার দিল্লি-এনসিআর অঞ্চলে ফুল ক্রিম দুধের দাম লিটার প্রতি ১ টাকা বাড়িয়েছে। এই সংস্থা টোকেন দুধের দাম লিটার প্রতি ২ টাকা বাড়িয়েছে। সংশোধনের পরে, মাদার ডেয়ারির ফুল ক্রিম দুধের দাম এখন প্রতি লিটারে ৬৪ টাকা এবং টোকেন দুধের দাম প্রতি লিটার প্রতি ৪৮ টাকা থেকে বেড়ে ৫০ টাকা হবে। তবে, মাদার ডেয়ারির মুখপাত্র রবিবার জানিয়েছেন, ফুল ক্রিম দুধের ৫০০ মিলি প্যাকের দামে কোনও পরিবর্তন করা হবে না।

আরও পড়ুন সমকামী সম্পর্ক শেষ করতে চেয়েছিল, সঙ্গীকে খুন করে পুলিশের জালে অভিযুক্ত

গত অক্টোবর মাসে একের পর এক সংস্থা দুধের দাম বাড়িয়েছিল। মাদার ডেয়ারির ফুল ক্রিম দুধে প্রতি লিটারে ২ টাকা বাড়ানোর আগে আমুলও দুধের দাম বাড়িয়েছে। এর আগে অগাস্টেও দুধের দাম বাড়িয়েছিল আমূল। দিল্লি-এনসিআর-এর বৃহত্তম দুধ সরবরাহকারী সংস্থা মাদার ডেয়ারি। প্যাকেট ও ভেন্ডিং মেশিনের মাধ্যমে প্রতিদিন ৩০ লক্ষ লিটারেরও বেশি দুধ বিক্রি করে। এখন মাদার ডেয়ারি আবারও দুধের দাম বাড়ায় অন্য সংস্থাগুলিও দামবৃদ্ধি করতে পারে বলে আশঙ্কা।

Follow Us https://twitter.com/khaskhobor2020