নাগপুরে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির, ২৪-এর ভোটের আগে কি চলছে জাতীয় রাজনীতিতে

0
32

নয়াদিল্লি: ২০২৪ সালের নির্বাচনের আগে জাতীয় রাজনীতিতে পরতে পরতে উত্তাপ বাড়ছে। এক একটি রাজনৈতিক দলের নেওয়া পদক্ষেপ বেশ নজরকাড়া হয়ে উঠেছে। সেই উত্তাপের মধ্যেই বিজেপির অন্যতম বিরোধী দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (NCP) সভাপতি শরদ পাওয়ার শনিবার কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে দেখা করেছেন। ঠিক কি চলছে সর্বভারতীয় রাজনীতিতে?  শাসক বিরোধী দলের দুই নেতার সাক্ষাৎ ঘিরেই  উঠছে একাধিক প্রশ্ন।

মহারাষ্ট্রের নাগপুরের বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে দেখা করেছেন শরদ পাওয়ার । তাঁদের মধ্যে ঘণ্টাখানেক চলে ওই বৈঠক।  এনসিপি প্রধান নাগপুরে দুদিনের সফরে রয়েছেন ।  মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখও  এনসিপি প্রধানের সাথে ছিলেন বলে জানা গিয়েছে।  কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বিজেপি বিরোধী নেতারর বৈঠক মহারাষ্ট্রের রাজনীতিতে নয়া জল্পনার সূত্রপাত করেছে।

- Advertisement -

আরও পড়ুন: বাড়ছে সংক্রমণ, করোনা ও H3N2 ভাইরাসের বিরুদ্ধে লড়তে PM CARES ফান্ডে ১০০ কোটি অনুদান ONGC-এর

যদিও এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করা হয়েছে। কিন্তু এই কথা একেবারেই মানতে নারাজ ওয়াকিবহল মহল। প্রসঙ্গত, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনাতে বিদ্রোহের পর  মহা বিকাশ আঘাদি সরকারের পতনের পর থেকে এনসিপি প্রধান শরদ পাওয়ারে ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ ছিল। এমনকি বিজেপিকে নিয়ে একাধিক মন্তব্যও করেছেন পাওয়ার। আগামী লোকসভা নির্বাচনে মোদী সরকাররে বিরুদ্ধে বিরোধীদের একজোট হওয়ার বার্তাও দিয়েছেন। তারপরেই এই সাক্ষাৎ ঘিরে মানুষের কৌতূহল বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।