বাড়ছে সংক্রমণ, করোনা ও H3N2 ভাইরাসের বিরুদ্ধে লড়তে PM CARES ফান্ডে ১০০ কোটি অনুদান ONGC-এর

0
15

নয়াদিল্লি: করোনার ধাক্কা সামাল দিতেই তৈরি করা হয়েছিল  পিএম কেয়ার্স ফান্ডে বা প্রধানমন্ত্রীর তহবিল। যেখানে অনুদান দেওয়া নিয়ে কম আলোচনা হয়নি। তবে তা সত্বেও দেশের শিল্পপতি থেকে শুরু করা ক্রিকেটার, তারকা সহ বহু মানুষ নিজেদের সাধ্যমত অনুদান দিয়েছেন। দেশজুড়ে ফের বাড়ছে করোনা সংক্রমণ। নতুন করে যাতে ভারতের পরিস্থিতি বেসামাল না হয় সেই কারণেই পিএম কেয়ার্স ফান্ডে ১০০ কোটি টাকা অনুদান দিল রাষ্ট্রায়ত্ত তৈল সংস্থা অয়েল অ্য়ান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন (ONGC) ।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী  হরদীপ সিং পুরী টুইট করে অনুদান দেওয়ার কথা জানিয়েছেন। অয়েল অ্য়ান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন (ONGC) করোনা এবং H3N2 ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য প্রধানমন্ত্রীর নাগরিক সহায়তা এবং জরুরি পরিস্থিতিতে ত্রাণ (PM CARES) তহবিলে ১০০ কোটি টাকা অনুদান দিয়েছে। সংস্থাটি একটি প্রেস রিলিজে জানিয়েছে, “এই অবদান স্বাস্থ্যসেবা পরিকাঠামোকে শক্তিশালী করার জন্য সরকারের চলমান প্রচেষ্টাকে সহজতর করবে, বিশেষ করে COVID-19 এবং H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে।” কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী টুইট করে লিখেছেন, “ভারতের এনার্জি সেক্টর দেশের স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করে চলেছে।  করোনা এবং H3N2 ভাইরাসের বিরুদ্ধে নাগরিকদের রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জির সংকল্পকে আরও শক্তিশালী করতে  ONGC-এর কাছ থেকে PM Cares Fund-এর জন্য  ১০০ কোটির চেক পেয়ে খুবই খুশি।”

- Advertisement -

প্রসঙ্গত, মহামারীর প্রথম  ঢেউ ভারতে যখন আঘাত হানে ২০২০ সালে সেই সময়ে ONGC  এপ্রিল মাসে পিএম কেয়ার ফান্ডে  কোটি ৩০০ কোটি এবং মহামারীর দুটি  ঢেউয়ের সময়  IOC-র মত  পাবলিক সেক্টর  চিকিৎসা সরঞ্জাম রক্ষণাবেক্ষণে ৭০ কোটি টাকা অনুদান দিয়েছিল। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী  হরদীপ সিং ONGC-এর এই অবদানের প্রশংসা করেছেন। এই কঠিন সময়ে  পিএম কেয়ার ফান্ডে অবদান সমাজ ও জাতিকে সমর্থন করার ক্ষেত্রে ONGC-এর চলমান প্রচেষ্টার একটি অংশ।