নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিনেই ভুমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ পার্শ্ববর্তী দুই রাজ্য

0
75

নয়াদিল্লি: আজ সকালেই নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই ভুমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী দিল্লি। আজ দিল্লি এবং পার্শ্ববর্তী এলাকায় মৃদু  কম্পন অনুভূত হয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো আহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।  জানা গিয়েছে কম্পন, যা কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল। সকাল ১১.২৩ নাগাদ মৃদু  কম্পন অনুভূত হয়েছে বলেই ভূমিকম্পবিদরা জানিয়েছেন। চণ্ডীগড় সহ পাঞ্জাব ও হরিয়ানার অনেক জায়গায়ও কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রবিবার সকাল ১১টা ১৯ মিনিটে আফগানিস্তানের ফয়জাবাদ থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ৫.২ মাত্রার ভূমিকম্প হয়। তারই প্রভাব পড়েছে দিল্লি, জম্মু-কাশ্মীরে। পাকিস্তানের কিছু অংশেও কম্পন অনুভূত হয়। আফগানিস্তানের ফয়জাবাদে ২২০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয়।

- Advertisement -

তবে যাই হোক দিল্লিতে ঘন ঘন ভূমিকম্প পরিবেশবিদদের কাছে যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ঘন ঘন ভূমিকম্প পরি বেশবিদদের বেশ ভাবাচ্ছে। আগামী দিনে ভারতের জন্য কি বড় বিপদ অপেক্ষা করছে তাই নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে তুরস্কের ভূমিকম্পের পর ভয় আরও বেড়ে গিয়েছে।