অবৈধ সম্পর্কের সন্দেহে স্ত্রী ও ১ বছরের কন্যাসন্তানকে খুন, গ্রেফতার স্বামী

0
48
Extra Marital Affair

খাস ডেস্ক: অবৈধ সম্পর্কের(Extra Marital Affair) সন্দেহে স্ত্রীকে খুন কুরল স্বামী। বছর আঠাশের ওই যুবকের বিরুদ্ধে তার ১ বছরের কন্যাসন্তানকেও খুনের অভিযোগ উঠেছে। তারিফ লাকদা নামের ওই যুবক গুজরাটের জামনগরের বাসিন্দা। শুক্রবারের এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, মৃত স্ত্রীয়ের নাম শাবানা এবং তার কন্যাসন্তানেরন নাম রুবিনা। জামনগরের কাছে লালপুর বাইপাসে তাদেরকে হত্যা করে ওই যুবক। তারিফের বিরুদ্ধে শাবানার মা রাজিয়া বালুচ অভিযোগ দায়ের করেছেন। জামনগর বি-ডিভিশন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার এই অভিযোগের ভিত্তিতে জুবেলি রোড থেকে তারিফকে গ্রেফতার করে পুলিশ।

- Advertisement -

জানা গিয়েছে, তারিফকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সে সমত অভিযোগ স্বীকার করে নিয়েছে। শাবানার মা পুলিশকে জানিয়েছেন, অবৈধ সম্পর্ক রয়েছে এরকম সন্দেহ(Extra Marital Affair) করে শাবানার সঙ্গে বচসার সৃষ্টি করে তারিফ। বেশ কিছু মাস ধরে শাবানা তার মায়ের বাড়ি দেবভূমি দ্বারকা জেলায় খাম্ভালিয়া শহরে যাতায়াত করত। জানা গিয়েছে, শুক্রবার শাবানার খোঁজ করতে তারিফ তিনবার কল করেছিল তার মাকে। যদিও রাজিয়া অর্থাৎ মৃতার মা তার সঙ্গে কথা বলতে চাননি।

এরপরেই রাজিয়া যখন তাদের বাড়িতে যায় শাবানাকে খুঁজে পায়নি সেখানে। এমনকি এক বছরের শিশুটিকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপরে দেখতে পান ওই মৃতার ফোন স্যুইচ অফ করা রয়েছে। এর কিছু পরেই পুলিশের থেকে তার কাছে ফোন যায় যে, শাবানা এবং রুবিনার মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছে। এরপরেই পুলিশ তারিফকে গ্রেফতার করে। বর্তমানে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।