Love marriage: শখ ছিল দামি মোবাইলের, স্ত্রীকে বিক্রি করেই শখ পূরণ নাবালকের

0
183
online fraud

খাস খবর ডেস্ক: দামি মোবাইলের শখ কার না থাকে। তাই বলে নিজের সদ্য বিবাহিতা স্ত্রীকে বিক্রি করে দিয়ে। ভালবেসে নিজের থেকে বয়সে বড় মেয়েকেই নিয়ে করেছিলেন। কিন্তু এক মাস মাস যেতে না যেতেই সবকিছু যেন কেমন বদলে গেল। দামি মোবাইল কিনতে টাকার দরকার। তাই বিক্রি করে দিল নিজের সদ্য বিবাহিতা স্ত্রীকে।

আরও পড়ুনঃ Diwali 2021: কদিন পরেই দেওয়ালি, তবু ক্রেতা শুন্য এলাকা : মন ভাল নেই বাজি শিল্পীদের

- Advertisement -

ঘটনার সূত্রপাত, চলতি বছরের জুলাই মাসে। পাত্রের বয়স ১৭, পাত্রী ২৬। বাড়ির অমতেই ওড়িশার ওই কিশোর তাঁর থেকে ৯ বছরের বড় ওই যুবতীকে বিয়ে করে। ছেলের পরিবারের লোকজন এই বিয়ে মানতে না চাইলে একা থাকারই সিদ্ধান্ত নেয় দুইজন। রাজস্থানে ইটভাটায় কাজের খোঁজ পেতেই তারা রায়পুর ও ঝাঁসি হয়ে রাজস্থানে পৌঁছায়। সেখানে ইটভাটায় কাজও শুরু করে। কিন্তু এক মাস যেতে বা যেতেই শুরু হল অন্য গল্প। সেখানের ৫৫ বছর বয়সী এক ব্যক্তির কাছে নিজের স্ত্রীকে ১.৮ লাখ টাকায় বিক্রি করে দেয় ওই কিশোর। সেই টাকা দিয়ে দামি স্মার্টফোন কেনে সে।

আরও পড়ুনঃ Market: উর্ধমুখী সবজি, ফল, মাছের দাম: কারণ জানতে বাজারে হানা ইডির

এদিকে, ওই যুবতীর বাড়ি থেকে যোগাযোগ করার চেষ্টা করা হলে ওই কিশোর জানায় যে, ওই যুবতী তাঁকে ছেড়ে পালিয়ে গিয়েছে। এতেই যুবতীর পরিবারের সন্দেহ হয়। এবং ততক্ষনাৎ তাঁরা পুলিশে অভিযোগ জানায়। তদন্তে নেমে পুলিশ কল রেকর্ড যাচাই করতেই সমস্ত ঘটনা সামনে আসে। গ্রেফতার করা হয়েছে নাবালকেও।

পুলিশি জেরায় ওই কিশোর স্বীকার করে, টাকার লোভে সে তাঁর স্ত্রীকে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে। পুলিশ সেই সূত্র ধরেই রাজস্থানের বারনের বালানগীরে পৌঁছায়। সেখান থেকে ওই যুবতীকে উদ্ধার করে আনতে গেলে গ্রামবাসীরা বাধা দেয়। তাঁরা দাবি করে, ১.৮ লক্ষ টাকার বিনিময়ে ওই যুবতীকে কেনা হয়েছে। তাঁকে ফেরত দেওয়া যাবে না। শেষে স্থানীয় পুলিশের সহায়তায় কোনওমতে ওই যুবতীকে নিয়ে পালিয়ে আসতে বাধ্য হয় পুলিশ। শুক্রবার ওই কিশোরকে আদালতে তোলা হলে তাঁকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।