ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণার দাবি কেরলের বিধায়ক পি সি জর্জের

ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতেই হবে৷ নইলে ২০৩০ সালের মধ্যে মুসলিমরা এই দেশকে ইসলামিক রাষ্ট্র বানিয়ে ফেলবে৷

0
250

তিরুবনন্তপুরম: ফের উঠল ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ (Hindu Rashtra) ঘোষণার দাবি৷ কেরলে (Kerala) ভোট মিটতেই বিদায়ী বিধায়ক পি সি জর্জ ( P C George) টেনে আনেন বহু চর্চিত এবং বিতর্কিত বিষয়টি৷ কেন ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা দরকার তার ব্যাখ্যা দিতে গিয়ে আরও বিতর্ক উস্কে দেন৷ তিনি বলেন, ‘‘ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতেই হবে৷ নইলে ২০৩০ সালের মধ্যে মুসলিমরা (Muslim) এই দেশকে ইসলামিক রাষ্ট্র বানিয়ে ফেলবে৷’’

জনবিস্ফোরণ ঘটিয়ে ভারতকে ইসলামিক রাষ্ট্র বানাতে চায় মুসলিমরা৷ এমন তত্ত্ব মাঝেমধ্যেই শোনা যায় কট্টর হিন্দুত্ববাদীদের মুখে৷ তাই হিন্দু ধর্মকে এই সঙ্কট থেকে বাঁচাতে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি তোলেন তাঁরা৷ তার উপর গত কয়েক বছরে ‘লাভ জেহাদ’ ইস্যুতে দেশজুড়ে শুরু হয়েছে মাতামাতি৷ হিন্দুত্ববাদীদের অভিযোগ, মুসলিম ছেলেরা হিন্দু মেয়েদের প্রেমের জালে ফেলে তাদের ধর্মান্তরিত করে৷ তারপর তাকে বিয়ে করে৷ এসবই হিন্দুদের সংখ্যালঘু করার ‘ষড়যন্ত্র’৷ যদিও কেন্দ্র বা আদালত ‘লাভ জেহাদ’ শব্দবন্ধকে এখনও স্বীকৃতি দেয়নি৷ কিন্তু একাধিক বিজেপি শাসিত রাজ্যগুলি জোর করে ধর্মান্তর আটকাতে ‘লাভ জেহাদ’ বিরোধী আইন পাশ করে এই অভিযোগকে কার্যত শিলমোহর দিয়েছে বলে মত বিশেষজ্ঞদের৷

- Advertisement -

‘লাভ জেহাদ’ বলে কিছু আছে কিনা তা নিয়ে বিতর্ক চলছে৷ কিন্তু হিন্দুত্ববাদীদের সুরে সুর মিলিয়ে বিধায়ক পি সি জর্জ জোর গলায় জানিয়ে দেন, ‘‘লাভ জেহাদ ঘটছে৷ মুসলিমরা ২০৩০ সালের মধ্যে ভারতকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল৷ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোটবন্দি করে মুসলিমদের সেই পরিকল্পনা ভেস্তে দেন৷’’ তাঁর অভিযোগ, কেরলকে কেন্দ্র করে মুসলিমরা ভারতকে ইসলামিক রাষ্ট্র বানানোর স্বপ্ন দেখছে৷ পি সি জর্জ বলেন, ‘‘আমরা কি এই দেশকে কোনও একটি নির্দিষ্ট সম্প্রদায়ের হাতে তুলে দিতে পারি? এ নিয়ে আলোচনা হওয়া দরকার৷ কাউকে মুখ খুলতেই হবে৷’’

‘মুসলিমরা অন্য দেশকেও ইসলামিক রাষ্ট্র বানাতে চাইছে’, এই কথার সমর্থনে বিদায়ী বিধায়ক বলেন, ‘‘বিশ্বের নানা দেশের কথা চিন্তা করা যাক৷ কিছু রয়েছে পুঁজিবাদী দেশ, কিছু রয়েছে গরিব দেশ, আর রয়েছে ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশ৷ সবই দেশই কোনও না কোনও ধর্মকে গুরুত্ব দেয়৷ আরবের দেশগুলো শুধু ইসলামিক রাষ্ট্র নয়, তারা মনে করে যা ইসলামের নয় সেটাই খারাপ৷ মুসলিমরা ফ্রান্সে অনুপ্রবেশ করতে শুরু করেছে৷ ফ্রান্সকেও মুসলিমরা কোনদিন ইসলামিক রাষ্ট্র বানিয়ে ফেলবে৷ যদিও এখনও খ্রিষ্টান ধর্মাবলম্বীর মানুষ সেখানে বেশি সংখ্যায় থাকেন৷ কিন্তু খুব তাড়াতাড়ি সেটি ইসলামিক রাষ্ট্রে পরিণত হবে৷’’ সুপ্রিম কোর্ট মানতে না চাইলেও পি সি জর্জের দাবি, লাভ জেহাদ বাস্তবে ঘটছে৷ সে সুপ্রিম কোর্ট যতই অগ্রাহ্য করুক৷ তাই এর সমাধান হল ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা৷

নির্দিষ্ট একটি ধর্মকে টার্গেট করে বলা পি সি জর্জের কথাগুলি নিয়ে ইতিমধ্যে জোর বির্তক শুরু হয়েছে৷ তবে তিনি আগেও বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে থেকেছেন৷ ২০১৮ সালে জলন্ধরের এক বিশপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন এক সন্ন্যাসিনী৷ পাল্টা সন্ন্যাসিনীকেই ‘বেশ্যা’ বলে আক্রমণ করেছিলেন সাতবারের বিধায়ক৷