West Bengal Assembly Election2021: মদনের পর সব্যসাচীর প্রচার, বিতর্কের কেন্দ্রে মহিমা চৌধুরী

0
283

কলকাতা: একুশের বিধানসভা ভোট নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বঙ্গে নির্বাচনের দামামা বেজে গিয়েছে। রাজ্যে চার দফার ভোট সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভোটের তাপমাত্রাও। অন্যদিকে প্রচারে খামতি রাখছেনা লাল, গেরুয়া, সবুজ শিবির। প্রচারকার্যে উপরি পাওনা হিসেবে মিলেছে তারকার পদক্ষেপ। তবে এবার এই কাজেই সৃষ্টি হল বিতর্কের গরম আবহাওয়া।

নির্বাচনকে কেন্দ্র করে হামেশাই চলছে তর্ক-বিতর্ক। তৃণমূলের পর এবার বিজেপির হয়ে প্রচার করায় প্রবল বিতর্কের মুখে বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরী। সোমবার সকালে বিধাননগরের বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তের হয়ে নির্বাচনী প্রচারে দেখা যায় নায়িকাকে।

- Advertisement -

লেক টাউনের বিভিন্ন এলাকায় প্রচার করতে দেখা যায় তাঁদের। একজন তারকার নির্বাচনী প্রচারে উপস্থিত হওয়া অস্বাভাবিক কিছু নয়। কিন্তু সবচেয়ে কৌতূহলজনক বিষয় হল গত সপ্তাহে তিনি হাজির হয়েছিলেন আর এক তৃণমূল কংগ্রেস প্রার্থীর রোড শোয়ে।

হ্যাঁ, গত ৫ এপ্রিল কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রের হয়ে কামারহাটি বিধানসভা কেন্দ্রে প্রচার করেছিলেন মহিমা চৌধুরী। একুশের নির্বাচনে নিজেদের ক্ষমতার জন্য লড়াই করছেন জনপ্রিয় এই দুই রাজনৈতিক দল। এর মাঝে দুই পক্ষই নানা ঘটনার জেরে অভিযোগ জানিয়েছে। এমন উত্তপ্ত পরিবেশে অভিনেত্রী দুই শিবিরের জন্যই প্রচার করায় শুরু হয়েছে গুঞ্জন।

জানা গিয়েছে, এদিন সব্যসাচী দত্তের সঙ্গে হুডখোলা জিপে করে দেখা যায় মহিমাকে। দমদম পার্ক থেকে শুরু করে যশোর রোড হয়ে দক্ষিনদাড়ি সহ বিভিন্ন এলাকায় প্রচার সারতে দেখা গেল তাঁকে। প্রচারের মাঝেই ‘পরদেশ’ খ্যাত নায়িকা জানান, ”সব্যসাচী দত্তের হয়ে প্রচার করা জরুরি। ওনাকে সমর্থন করাটা জরুরি। সবাইকে বলব, দাদা মেয়র ছিল। খুব ভালো কাজ করেছেন সবাই ওনাকে সমর্থন করুন।”

এই বিষয়ে সব্যসাচী দত্ত বলেন, ”আমি যখন মেয়র হয়েছিলাম তখনও মহিমা এসেছিলেন। আমি যখন যেখানে মহিমা তখন সেখানে।” তবে এই প্রসঙ্গে এখনও অবধি মদন মিত্র বা রাজ্যের শাসকদলের তরফে এখনও কিছু জানানো হয়নি। কামারহাটির তৃণমূল প্রার্থী মদনের প্রচার মিছিলে প্রায় প্রতিদিনই কোনও না কোনও সেলেব্রিটিকে দেখা যাচ্ছে।