মদের দোকান খোলা নিয়ে সিদ্ধান্ত কেন্দ্রের

0
237

নয়াদিল্লি: করোনার কারণে লকডাউন জারি দেশে। এদিকে শর্ত মেনেই কিছু কিছু দোকান খোলার অনুমতি দেওয়া হচ্ছে কেন্দ্রের তরফ থেকে। শুক্রবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্রক এই সিদ্ধান্তের ঘোষণা করেছে। তবে দোকানপাট খোলা হলেও সুরাপ্রেমীদের জন্য থাকছে না এই মূহুর্তেই কোনও সুখবর।

জানা গিয়েছে, দোকান খোলার সিদ্ধান্ত হলেও মদের দোকান এর আওতায় পড়বে না। সেগুলি আপাতত বন্ধই থাকবে। এদিকে লকডাউন চলাকালীন মদের দোকান বন্ধ থাকায় মদ্যপায়ীরা ঘুমের ওষুধ অথবা রাসায়নিক রঙ খেয়ে ফেলেছেন এমন ঘটনা উঠে আসছে। কোথাও আবার চেষ্টা চলছে বাড়িতেই মদ বানানোর। কিন্তু এসবের পরেও আপাতত সুখবর দিচ্ছে না কেন্দ্র।

- Advertisement -

স্বরাষ্ট্রমন্ত্রক থেকে নির্দেশ দেওয়া হয়েছে, জনবসতি ও মার্কেট কমপ্লেক্সের দোকান খোলা যাবে। মন্ত্রকের ঘোষণাতে বলা হয়েছে, শপস অ্যান্ড এস্ট্যাবলিশমেন্ট অ্যাক্টে রেজিস্টার করা দোকানগুলি যদি রেসিডেন্সিয়াল এলাকা বা বাজার এলাকায় হয় তবে সেগুলি খোলা যাবে। পাশাপাশি জানানো হয়েছে, দোকানে ৫০ শতাংশ কর্মীও কাজ করতে পারবেন।

তবে আপাতত বন্ধ থাকবে শপিং মল। দোকান খোলার ক্ষেত্রেও বেশ কিছু নির্দেশিকা মেনেই চলতে হবে ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই। দোকানে ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষকেই গ্লাভস, মাস্ক পরে থাকতেই হবে। সামাজিক ব্যবধানও মেনে চলা আবশ্যক। আগামী দিনেও যাতে করোনার সংক্রমণ না হয় তার জন্য সামাজিক দূরত্বের দিকে সর্বক্ষেত্রেই নজর রাখতে হবে।