লকডাউনের পরেও জন সমাবেশে নিষেধাজ্ঞা যোগীর

0
193

লখনও: করোনার জেরে সারা দেশে চলছে লকডাউন পর্ব। প্রথম পর্বের ২১ দিন কাটিয়ে উঠে চলছে দ্বিতীয় পর্বের বন্দি দশা। কেন্দ্র সরকারের পক্ষ থেকে ৩ মে পর্যন্ত এই পর্ব বাড়ানো হলেও অনিশ্চয়তার মেঘ এখনও কাটেনি। বিভিন্ন রাজ্যের সরকার এর মধ্যেই বাড়িয়ে দিচ্ছে নিজেদের রাজ্যে লকডাউনের মেয়াদ। তারমধ্যেই উত্তরপ্রদেশে আগামী ৩০ জুন পর্যন্ত জন সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তাঁর রাজ্যের সব অফিসারদের কড়া নির্দেশ দিয়েছে রাজ্যে সমস্ত জন সমাবেশ করতে না দিতে। এদিন মুখ্যমন্ত্রীর দফতর থেকে টুইট করে এই কথা জানানো হয়।

- Advertisement -

টুইটে বলা হয়, “মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের সব অফিসারদের নির্দেশ দিয়েছেন যাতে কোনোরকম জন সমাবেশ না হয় ৩০ জুন সেই দিকে নজর রাখতে। পরিস্থিতি বিচার করে পরবর্তী বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

করোনা পরিস্থিতি পর্যালোচনার জন্য রাজ্যে গঠিত ১১টি কমিটির সঙ্গে বৈঠক করেন যোগী। উত্তরপ্রদেশে করোনার ভয়াবহতা দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। তবে সেই তুলনায় মৃত্যুর হার অনেক কম।