‘বদ্রী বিশাল কি জয়’ সুর তুলে মাউন্ট আবি গামিনে জাতীয় পতাকা হাতে জওয়ানরা

0
40

খাস ডেস্ক : মাউন্ট আবি হামিন জয় করে এবার শিরোনামে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের জওয়ানরা। ২৪ হাজার ১৩১ ফুট উচ্চতার এই মাউন্ট আবি হামিন পর্বত জয় করে নেটদুনিয়ায় সাড়া ফেললেন জওয়ানরা। এটি উত্তরাখণ্ডের অন্যতম একটি চূড়া যার ১৫,৭০০ মিটার বর্তমান। এই পর্বত জয়ের পরেই জাতীয় পতাকা উড়িয়ে তাঁদের জয়ধ্বনি দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা গিয়েছে, মাউন্ট আবি গামিনের যাত্রাপথেই যোগাসন করছেন জওয়ানরা।

- Advertisement -

ITBP Mountaineers এর পোস্ট করা এই ভিডিওতেই দেখা গিয়েছে জওয়ানদের হাতে জাতীয় পতাকা। তাঁদের মুখে শোনা যাচ্ছে ‘বদ্রী বিশাল কি জয়’ ও ‘মাউন্ট আবি গামিন জয়’ এর ধ্বনি। তারপরেই এখানে তুলে ধরা হয়েছে কতটা প্রতিকূলতা পেরিয়ে তারা এই পর্বতটি জয় করতে পেরেছেন। এই বৃহৎ পর্বত জয়ের গল্পের নেপথ্যের কিছু শটও তুলে ধরা হয়েছে এই ভিডিওতে।

এই ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের দলটিকে নেতৃত্ব দিয়েছেন ITBP সেকেন্ড ব্যাটেলিয়ানের কম্যান্ড্যান্ট কুলদ্বীপ কুমার। প্রায় ১৪জনের দল এবং চারজন শেরপা এই চূড়া জয়ের নেপথ্যে রয়েছেন। জানা গিয়েছে, এই ITBP নর্দার্ন ফ্রন্টিয়ার মাউন্টেনিয়ারিং এর অভিযান দেরাদুন থেকে ৯ মে শুরু করা হয়। এই দলটি মাউন্ট এভারেস্ট সহ ২৩০ এরও বেশি শৃঙ্গ ইতিমধ্যেই জয় করে ফেলেছে বলে জানা গিয়েছে। তবে এবার কামেটের পরে এই অঞ্চলের দ্বিতীয় উচ্চতম চূড়া মাউন্ট আবি জয় করে এই দল জয়ধ্বনি ছড়িয়ে দিয়েছে সারা ভারতে।