IRCTC: আইআরসিটিসির ফি সংক্রান্ত সিদ্ধান্তে বদল আনল ভারতীয় রেল

0
65

খাস খবর ডেস্ক: বর্তমানে কোভিড পরিস্থিতিতে ট্রেনের দোলাচল নিয়ে যাত্রীদের ভোগান্তির অন্ত নেই। টিকাকরণের ক্ষেত্রে ভারত সম্প্রতি ১০০ কোটির মাইলস্টোন অতিক্রম করেছে। সেই সঙ্গে জোড় কদমে চলছে বাকি টিকাকরণ শেষের পালা। করোনা পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রনে আসায় সরকারের তরফে বেশ কিছু বিধি নিষেধ তুলে নেওয়ার চিন্তাভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে আইআরসিটিসির সুবিধা সংক্রান্ত ফি নিয়ে নিজেদের সিদ্ধান্ত প্রত্যাহার করল ভারতীয় রেল।

আরও পড়ুনঃ By-election: রাত পোহালেই উপনির্বাচন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

- Advertisement -

সম্প্রতি, আইআরসিটিসি নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রেলমন্ত্রকের পক্ষ থেকে। জানানো হয়, এবার থেকে আইআরসিটিসির কনভিনিয়েন্স ফিয়ের অর্ধেক যাবে রেলের ঘরে। সোমবার, ১ নভেম্বর থেকে চালু হওয়ার করা ছিল এই নিয়ম। সম্প্রতি,আইআরসিটিসির আধিকারিকদের সঙ্গে বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আইআরসিটিসি কোম্পানির তেমন ক্ষতি হবে না বলে জানা যায়। কিন্তু, আজ ডিআইপিএএম সচিব টুইট করে সচিব টুইট করে জানিয়েছেন, রেলের অধীনস্থ সংস্থা আইআরসিটিসির সুবিধা সংক্রান্ত ফি নিয়ে নিজেদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে ভারতীয় রেল।

আরও পড়ুনঃ Fire Crackers: নিষিদ্ধ শব্দবাজির রমরমা কারবার ফাঁস করল পুলিশ, গ্রেফতার এক

বৃহস্পতিবার ভারতীয় রেলওয়ের অনলাইন টিকিটিং শাখা এক্সচেঞ্জগুলিকে জানানো হয়, ওয়েবসাইটে বুকিং থেকে সুবিধাজনক ফি বা কনভিনিয়েন্স ফি হিসাবে অর্জিত রাজস্বের ৫০ শতাংশ  ভাগ করে নিতে হবে রেলের সঙ্গে। করোনা পরিস্থিতিতে রেলের রাজস্বে যে হেরফের হয়েছে তার জন্যই এমনই সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রাহকদের কাছ থেকে নেওয়া কনভিনিয়েন্স ফি আইআরসিটিসি এবং রেলওয়ে উভয়ের জন্য একটি বিশাল আয় তৈরি করে। আর এই কনভেনিয়েন্স ফি রেলে ভাড়ার অংশ নয়। অনলাইন টিকিট বুকিংয়ের পরিষেবার জন্য এটা নেওয়া হয়।

সংবাদ সংস্থা পিটিআইয়ের রিপোর্ট থেকে জানা গিয়েছে, অনলাইনে টিকিট বুকিং করার জন্য ভারতীয় রেলের আওতাধীন সংস্থাগুলি টিকিট বুকিংয়ের সময় সুবিধা বাবদ যে ফি যাত্রীর থেকে আদায় করে, সেই ফি থেকে প্রাপ্ত রাজস্ব রেলের সঙ্গে সমানভাবে ভাগ করে নিতে হবে। সূত্রের খবর, ২০১৪ – ২০১৫ আর্থিক বর্ষে এই রাজস্ব ভাগের অনুপাত ছিল ২০:৮০। ৮০ শতাংশ রাজস্ব থেকে আইআরসিটিসি ২৫৩ কোটি টাকা আয় করেছিল। চলতি বছরে, রাজস্বের পরিমাণ বেড়ে প্রায় ৫৫২ কোটি টাকা হয়েছিল বলেই জানা গিয়েছে।

এদিকে, মিউচুয়াল ফান্ডগুলি জুন ত্রৈমাসিকে আইআরসিটিসি থেকে তাদের অংশীদারিত্ব কমিয়েছে। আগে আইআরসিটিসিতে তাদের ৭.২৮ শতাংশ অংশীদারিত্ব ছিল সেটাই বর্তমানে কমে ৪.৭৮ শতাংশে দাঁড়িয়েছে। নিপ্পন লাইফ ইন্ডিয়া ট্রাস্টি এবং আদিত্য বিড়লা সান লাইফ ট্রাস্টির মত সংস্থা গুলি সেপ্টেম্বর ত্রৈমাসিকে আইআরসিটিসির শেয়ার কিনতে আগ্রহ দেখায়নি বলেই জানা গিয়েছে। আগামী ১ নভেম্বর আইআরটিসির বোর্ড সদস্যরা বৈঠকে বসবেন এবং যাবতীয় সিদ্ধান্ত পর্যালোচনা করবেন।