১৭ হাজার ফিট উচ্চতায় আন্তর্জাতিক যোগ দিবস পালন ITBP-এর। দেখুন সেই ছবি

0
106

নয়াদিল্লি: প্রতিদিন যোগা করার পরামর্শ প্রতিনিয়তই চিকিৎসকরা দেন শরীরকে সুস্থ রাখতে। আজ আন্তর্জাতিক যোগ দিবস ( International Yoga Day) । দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল রাজনৈতিক নেতারা পালন করছেন যোগ দিবস । তবে আজ যা সকলের নজর কেড়েছে তা হল লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশ সহ ভারত-চীন সীমান্তের বিভিন্ন উচ্চ-উচ্চতা হিমালয় রেঞ্জের সমস্ত সেনাদের আন্তর্জাতিক যোগ দিবস পালনের ছবি।

পূর্বে সিকিম পর্যন্ত, ITBP জওয়ানরা অষ্টম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে যোগ আসন করেছে। হিমালয়ের ১৭ হাজার ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (ITBP) বিভিন্ন স্থানে যোগ অনুশীলন করার ছবি এবং ভিডিও সামনে এসেছে। বরফ ঢাকা পাহারের উপরে সেনাদের এই অনুশীলনের ছবি জয় করেছে গোটা দেশের। তবে এটাই প্রথম নয় প্রত্যেক বছরই হিমালয়ের বরফের সাদা চাদরের উপর যোগ দিবস পালন করতে দেখা যায় সেনাদের।

- Advertisement -

অবাক হওয়ার বাকি রয়েছে এখনও। যেখানে সাধারন মানুষ মোটা শীতের পোশাক ছাড়া যাওয়ার কথা ভাবতেই পারেন না সেখানে খালি গায়ে যোগাসন করছেন সীমান্তে পাহারারত সেনারা। ১৬,৫০০ ও ১৬ হাজার ফুট উচ্চতাতে সকলকে যোগাসন করতে দেখা গিয়েছে। আইটিবিপির জওয়ানরা আন্তর্জাতিক যোগ দিবসে একটি গানও উৎসর্গ করেছেন।

কেবল হিমালয়ে নয় গুয়াহাটির লাচিত ঘাটে ব্রহ্মপুত্র নদীর সামনে ITBP-এর ৩৩ ব্যাটালিয়ন দ্বারা একটি যোগ সেশনও আয়োজন করা হয়েছিল। লোহিতপুরে দেশের পূর্ব প্রান্তে-অরুণাচল প্রদেশে অবস্থানরত হিমবীররাও ঘোড়ার সঙ্গে যোগ অনুশীলন করেছেন। উল্লেখ্য,২০১৫ সাল থেকে, বিশ্বব্যাপী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। প্রতি বছর, এই দিনে, একাধিক ব্যক্তি সুবিধামত বিভিন্ন স্থানে জড়ো হয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন করেন।