করোনা মোকাবিলায় মাইলস্টোন, একধাক্কায় কমল অ্যাকটিভ কেসের সংখ্যা

0
162

নয়াদিল্লি: বেশ কিছুটা কমেছে করোনা ভাইরাসের আক্রমণ। করোনা মোকাবিলায় তাৎপর্যপূর্ণ মাইলস্টোন অর্জন করল ভারত। শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। বর্তমানে মোট কোভিড-১৯ আক্রান্ত ৮২.৬৭ লাখ।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ভারতে এখনও পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা ৭৬ লাখ ছাড়িয়েছে। করোনা ভাইরাসের অ্যাকটিভ কেসের সংখ্যা একধাক্কায় কমেছে ৫.৫ লাখ যা সংক্রমণের মোট সংখ্যার প্রায় ৬.৫৫ শতাংশ।

- Advertisement -

ব্যাপকহারে সুস্থতার হার বাড়তে শুরু করায় অ্যাকটিভ কেসের সংখ্যা এতটা কমে যাওয়া সম্ভব হয়েছে। বুধবার নতুন করে সংক্রমিত ৪৬,২৫৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ৮৩,১৩,৮৭৭। এখনও মৃত্যু হয়েছে ১,২৩,৬১১ জনের।

পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮১ জন। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার ৪৪ হাজার ১৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৪৬ লক্ষ ৮৮ হাজার ২৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বাংলায় করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৬ হাজার ৭৬১।

সামগ্রিক ভাবে দেশের আশার আলো দেখছে কেন্দ্র। তবে পরিসংখ্যান অনুযায়ী, করোনার পজিটিভিটি রেট ফের বেড়েছে। চিন্তা বাড়াচ্ছে কেরালা, পশ্চিমবঙ্গ, দিল্লি, কর্নাটক ও মহারাষ্ট্র।