‘কত কন্ঠরোধ করবেন..’, অর্ণবের গ্রেফতারি নিয়ে সরব কঙ্গনা

0
293

শিমলা: দু’জনেই মহারাষ্ট্র সরকার ও পুলিশের কড়া সমালোচন৷ দু’জনকেই সেই কারণে নানা আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে হয়েছে৷ মহারাষ্ট্র সরকারের অন্যতম সমালোচক এবং রিপাবলিক টিভি চ্যানেলের এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীকে বুধবার সকালে গ্রেফতার করে আলিবাগ থানার পুলিশ৷ সাংবাদিক গ্রেফতারের খবরে মুম্বই পুলিশের বিরুদ্ধে গর্জে ওঠেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা৷ সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘‘এভাবে কত আওয়াজ বন্ধ করবেন?’’

বুধবার সকালে আগাম নোটিশ ছাড়াই অর্ণব গোস্বামীর বাড়ি গিয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ৷ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, তাঁকে টেনে-হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হচ্ছে৷ পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগও এনেছেন রিপাবলিক টিভির এডিটর৷ সাংবাদিক গ্রেফতারের কড়া নিন্দা করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর৷ টুইট করে লেখেন, জরুরি অবস্থার কথা মনে পড়ে গেল৷ এবার সোচ্চার হলে কঙ্গনা৷

- Advertisement -

অভিনেত্রী এদিন সকালে একটি ভিডিও বার্তা শেয়ার করেন৷ সেখানে তাঁকে বলতে শোনা যায়, কত বাড়ি আপনারা ভাঙবেন? কত কন্ঠরোধ করবেন? কত মানুষের মুখ বন্ধ করবেন? পরে অর্ণবের সমর্থনে একটি টুইট করেন অভিনেত্রী৷

উল্লেখ্য, যে মামলায় অর্ণবকে গ্রেফতার করা হয়েছে সেটি দু’বছর পুরনো৷ তাঁর বিরুদ্ধে ঝণ শোধ না করা এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে৷ ২০১৮ সালে প্রাথমিক তদন্তের পর মামলাটি বন্ধ করে দেয় পুলিশ৷ এদিকে নানা ইস্যুতে নতুন মহারাষ্ট্র সরকারের সঙ্গে অর্ণব গোস্বামীর বিরোধ শুরু হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ দু’বছর আগের পুরনো মামলটি পুনরায় তদন্তের নির্দেশ দেন৷ তারপরই আজ গ্রেফতার করা হয় অর্ণবকে৷