১০ মাসের শিশুকন্যাকে রেলে চাকরি দিয়ে নজির গড়ল ভারতীয় রেল

0
65

সংবাদসংস্থা: নজিরবিহীন বললেও কম বলা হয়৷ জ্ঞান হওয়ার আগেই নিজের জন্মদাত্রী বাবা-মাকে হারিয়ে অনাথ হয়ে গিয়েছে ১০ মাসের শিশুকন্যা৷ এহেন আবহে তাঁর ভবিষ্যতের কথা ভেবে ১০ মাসের ওই শিশুকন্যাকে চাকরি দিল ভারতীয় রেল৷ রেল সূত্রের খবর, দেশের রেলের ইতিহাসে এই ঘটনা শুধু নজিরবিহীন নয়, সম্ভবত প্রথমও। সম্প্রতি এমনই ঘটনার সাক্ষী থাকল ছত্তীসগঢ়৷ চাকরির নথি হিসেবে নেওয়া হল এক রত্তি শিশুকন্যার আঙুলের ছাপও।

কেন? রেল সূত্রের খবর, গত ১ জুন পথ দুর্ঘটনায় মারা গিয়েছে শিশুটির বাবা-মা৷ তবে বরাত জোরে প্রাণে বেঁচে যায় শিশুটি। শিশুটির বাবা রাজেন্দ্র কুমার ভিলাই রেলওয়ে ইয়ার্ডে কাজ করতেন। এদিকে তাকে রক্ষণাবেক্ষণের মতো কেউ নেই৷ কারণ, দুর্ঘটনার জেরে সে অনাথ হয়ে গিয়েছে৷ এরপরই শিশুটির ভরণপোষণের জন্য গত ৪ জুলাই ১০ মাসের শিশুকন্যাটিকে ভারতীয় রেলে চাকরি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের কর্মিবর্গ দফতর (পার্সোনেল ডিপার্টমেন্টে)৷

- Advertisement -

এদিকে রেলের নিয়ম মেনে সই করে চাকরিতে ঢুকতে হয়৷ শিশুটির ক্ষেত্রে তা তো এখনই সম্ভব নয়৷ তাই তার হাতের আঙুলের ছাপ নিয়ে তাকে চাকরির নিযুক্তপত্র দেওয়া হয়৷ ১৮ বছর বয়স হলে চাকরিতে যোগ দিতে পারবে শিশুটি।

আরও পড়ুন: শিয়ালদহ মেট্রোর উদ্বোধন, ঘুরে ফিরে সেই ‘আমরা-ওরা’র রাজনীতিতে আবর্ত বাংলা