চিনে ডাক্তারি পড়তে গিয়ে মৃত্যু ভারতীয় ছাত্রের, দেহ ফেরাতে বিদেশমন্ত্রকের দ্বারস্থ পরিবার

0
177

চেন্নাই: চিনে ডাক্তারি পড়তে গিয়ে মৃত্যু হল এক ভারতীয় ছাত্রের। পরিবার অর্থনৈতিকভাবে দুর্বল  হওয়ার কারণে চিন থেকে তাঁদের ছেলের দেহ ভারতে ফিরিয়ে আনার জন্য বিদেশমন্ত্রকের দ্বারস্থ হয়েছে।  

তামিলনাড়ুর একজন  ২২ বছর বয়সী ভারতীয় ছাত্র যিনি গত পাঁচ বছর ধরে চীনে চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়াশোনা করছিলেন।  অসুস্থতার কারণে চিনেই তাঁর মৃত্যু হয়েছে। এক দেশ থেকে অন্য দেশে দেহ আনার বিপুল খরচ সেই ব্যায়ভার পরিবার বহন করতে পারবে না। কিন্তু ছেলেকে শেষ দেখা দেখার জন্য পরিবার বিদেশমন্ত্রকের দ্বারস্থ হয়েছে। সাহায্যের জন্য অনুরোধ করেছে। মেডিকেল শিক্ষার শেষের দিকে, ভারতীয় ছাত্র আব্দুল শেখ চিনে ইন্টার্নশিপ করছিলেন। তিনি সম্প্রতি ভারতে ফিরেছিলেন এবং ১১ ডিসেম্বর চিনে ফিরে যান।

- Advertisement -

আরও পড়ুন- বর্ষবরণের হুল্লোড়ের মাঝে মর্মান্তিক কাণ্ড, শপিং মলে পদপিষ্ট হয়ে মৃত একাধিক 

জানা গিয়েছে তিনি চিনে ফেরার পর অসুস্থ হয়ে পড়েন এবং তাকে  আইসিইউ-তে ভর্তি করতে হয়, যেখানে তার মৃত্যু হয়। পরিবারটি তামিলনাড়ু সরকারের কাছে সাহায্যের আবেদনও করেছে। এদিনে চিনে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ যা গোটা বিশ্বের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই আবহে ভারতীয় ছাত্রের দেহ ফেরানোর জন্য ভারত সরকার কতটা কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার।