Sheezan Khan’র আত্মহত্যার ঝুঁকি, আদালতের কাছে বিশেষ আর্জি ধৃত অভিনেতার আইনজীবির

0
89

বিনোদন ডেস্ক: যত দিন যাচ্ছে মানসিক ভাবে ভেঙে পড়ছেন অভিনেতা শিজন খান। আপাতত ১৪ দিনের জেল হেফাজতে রাখা হয়েছে অভিনেতাকে। তুনিশাকাণ্ডের পিছনে তাঁর হাত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এখনও সঠিকভাবে কোনও তথ্য সামনে আসেনি তবে এটা প্রমাণ হয়ে গিয়েছে, তুনিশা ছাড়াও অন্য মহিলার সঙ্গে সম্পর্ক ছিল অভিনেতার। শিজন খানের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ এনেছেন তুনিশার মা বিনীতা শর্মা। এছাড়া অভিনেত্রী বান্ধবীও আঙুল তুলেছে শিজনের বিরুদ্ধে।

রীতিমতো সিজন এর ওপর ক্ষেপে আছে সোশ্যাল মিডিয়া। একাধিক অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে যদিও তার কতভাগ সত্যি তা এখনও জানা যায়নি। পাশাপাশি রয়েছে পুলিশের চাপ। এমত অবস্থায় আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারেন সিজন, এমনটাই আশঙ্কা করছেন ধৃত অভিনেতার আইনজীবি শৈলেন্দ্র মিশ্র‌‌।

- Advertisement -

সম্প্রতি মিডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শিজন এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তা আপনারা বুঝতে পারবেন না, আমিও পারব না। যে ছেলেটা কোনও দিনও জেল দেখেনি, পুলিশ-কোর্ট দেখেনি সেই ছেলেটা আজ পুরো মিডিয়া’র সম্মুখীন হচ্ছে। কিছুদিন আগেই তালোজা জেলে একজন কয়েদি আত্মহত্যা করেছে। শিজন খানের যা মানসিক অবস্থা, তিনিও এই ঝুঁকি নিতে পারেন।আমি ইতিমধ্যে আদালতে কাউন্সেলিং এর জন্য আবেদন করেছি…সিকিউরিটির সঙ্গে কাউনসেলিং। যাতে ওনাকে নজরও রাখা যায় আবার একলাও না রাখা হয়।”