চিনের জনসংখ্যায় পতন, বিশ্বের জনবহুল দেশ হওয়ার পথে ভারত 

0
46

খাস ডেস্ক: বিশ্বের জনবহুল দেশ হিসেবে স্বীকৃতি পেয়ে এসেছে ভারতের প্রতিবেশী দেশ চিন। তবে এবার ‘মুকুট’ হারানোর পালা। জনসংখ্যার নিরিখে চিনকে পিছনে ফেলে শীঘ্রই প্রথম স্থান দখল করতে চলেছে ভারত। বিগত কিছু সময় ধরে চিনে জনসংখ্যার বিপুল পতন ঘটেছে। এই ফল তারই নমুনা।

ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক তথ্যানুসারে, ২০২২ সালে চিনের জনসংখ্যা ৮ লক্ষ ৫০ হাজার হ্রাস পেয়ে ১.৪১১৮ বিলিয়নে দাঁড়িয়েছে। গত বছর চিনে ৯.৫৬ মিলিয়ন জন্ম এবং ১০.৪১ মিলিয়ন মৃত্যু রেকর্ড করা হয়েছে। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে গত বছর দেশের জন্মহার বিপুল হ্রাস পেয়েছে।

- Advertisement -

আরও পড়ুন: পদযাত্রার সময় রাহুল গান্ধীর নিরাপত্তা লঙ্ঘন, নেতাকে জড়িয়ে ধরতে ছুটে এলেন ব্যক্তি, তারপর যা হল

ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিকের প্রকাশিত তথ্য চিনের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। যেমন আবাসনের চাহিদা কমতে পারে।

আরও পড়ুন: তিনটি যুদ্ধ থেকে শিক্ষা পেয়েছে পাকিস্তান, কাশ্মীর নিয়ে মোদীর সঙ্গে আলোচনার বসতে চাইলেন পাক প্রধানমন্ত্রী

জনসংখ্যায় পতনের অন্যতম কারণ করোনা মহামারী। চিনের স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গতবছর ৪ ডিসেম্বর থেকে চলতি মাসের ১২ তারিখ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা প্রায় ৬০ হাজার। বিশেষজ্ঞরা ইতিমধ্যেই আশঙ্কা জানিয়েছেন,‌ আগামী কয়েকমাসের মধ্যেই চিনে করোনায় মোট মৃত্যুসংখ্যা ১ মিলিয়ন ছাড়াবে।