এই বিল পাস হলে ফের হবে কৃষক আন্দোলন, কেন্দ্রকে সতর্কবার্তা সংযুক্ত কিষাণ মোর্চার 

0
26

নয়াদিল্লি : সংযুক্ত কিষাণ মোর্চা বৃহস্পতিবার সংসদের বাদল অধিবেশনে বিদ্যুৎ (সংশোধনী) বিল ২০২২ পেশ করার এবং পাস করার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে সতর্ক করেছে। কৃষক ইউনিয়ন উদ্ধৃত করেছে যে এটি তাদের নজরে এসেছে যে সরকার সংসদের বর্তমান বাদল অধিবেশনে বিদ্যুৎ (সংশোধনী) বিল ২০২২ টেবিল এবং পাস করতে পারে এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা ইতিমধ্যে বিলটি অনুমোদন করেছে।

আরও পড়ুন : দীর্ঘদিনের সতীর্থ তাপস মন্ত্রী না হওয়ায় খারাপ লেগেছে মদনের, স্বীকারোক্তি কামারহাটির বিধায়কের 

- Advertisement -

“এই বিল প্রত্যাহার করা ছিল বছরব্যাপী কৃষকদের সংগ্রামের অন্যতম প্রধান দাবি। ৯ ডিসেম্বর, ২০২১-এ, কেন্দ্রীয় সরকার এসকেএমকে একটি চিঠি দিয়েছিল, যা নিম্নরূপ বলেছিল, বিদ্যুৎ বিলের বিধানগুলির উপর যা কৃষকদের প্রভাবিত করে, প্রথমে সমস্ত স্টেকহোল্ডার/সংযুক্ত কিষাণ মোর্চার সঙ্গে আলোচনা করা হবে। মোর্চার সঙ্গে আলোচনার পরেই বিলটি সংসদে পেশ করা হবে।” এসকেএম এক বিবৃতিতে বলেছে।

আরও পড়ুন : “এ দেশের বুকে আঠারো আসুক নেমে” সুকান্তর লাইনকে সামনে রেখে কেন্দ্রের বিরুদ্ধে পথে নামছে SFI 

এসকেএম আরও বলেছে, গত আট মাসে এমন কোনও আলোচনা হয়নি। তাই এটি কেন্দ্রীয় সরকারের নিজস্ব লিখিত আশ্বাসের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা। “বিদ্যুৎ (সংশোধন) বিল ২০২২ এর লক্ষ্য হল বিদ্যুৎ বিতরণ সেক্টরে বেসরকারি সংস্থাগুলির প্রবেশ নিশ্চিত করা,” এসকেএম বলেছে। এসকেএম একটি বিবৃতিতে আরও বলেছে যে বিলটি একবার পাস হলে কৃষকদের জন্য এবং দেশের অন্যান্য সকল শ্রেণীর জনগণের জন্য বিদ্যুতের হার বৃদ্ধি করে সরকারের প্রচুর লাভ হবে। “কৃষকদের জন্য উৎপাদন খরচ আরও বাড়বে। গ্রামীণ এবং শহর উভয় এলাকায় বিদ্যুতের অভ্যন্তরীণ হার ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। বিদ্যুৎ কর্মচারী এবং প্রকৌশলীদের চাকরির উপর বিরূপ প্রভাব পড়বে”।