দীর্ঘদিনের সতীর্থ তাপস মন্ত্রী না হওয়ায় খারাপ লেগেছে মদনের, স্বীকারোক্তি কামারহাটির বিধায়কের 

0
118

কলকাতা : তৃণমূলের অন্দরে যে ফের নবীন-প্রবীণ দ্বন্দ্ব দেখা দিতে পারে, তার ইঙ্গিত মিলছে সম্প্রতি মন্ত্রিসভার সম্প্রসারণকে কেন্দ্র করে। এহেন পরিস্থিতিতে এবার দলের সিদ্ধান্তে খারাপ লেগেছে বলে ঘুরিয়ে জানালেন কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র (madan mitra)। 

আরও পড়ুন : “এ দেশের বুকে আঠারো আসুক নেমে” সুকান্তর লাইনকে সামনে রেখে কেন্দ্রের বিরুদ্ধে পথে নামছে SFI 

- Advertisement -

মদন মিত্র বলেন, “তাপস রায় আর মদন মিত্র একটা মানিকজোড় বললে ভুল হয় না, ও (তাপস রায়) যখন ছাত্র প্রেসিডেন্ট, আমি তার কিছুদিন পড়ে যুব প্রেসিডেন্ট। তাপস খুব পুরনো কর্মী, তাপস মন্ত্রী হলে আমরা খুব আনন্দ পেতাম, তার মানে এই নয় যে যারা মন্ত্রী হয়েছেন তাতে আনন্দ পাইনি। দল যাদেরকে করেছে দল সবরকম ভেবেই করেছে। তবে তাপস হলে আমি ব্যক্তিগত ভাবে খুব আনন্দ পেতাম। মমতা বন্দ্যোপাধ্যায় যাদের মন্ত্রী করেছেন, তারা যথেষ্ট যোগ্য। তাপসেরটা শুনে আমার খুব আনন্দ হয়েছিল, তাপস হয়নি আমার খারাপ লেগেছে”।  

আরও পড়ুন : SFI-TMCP সংঘর্ষে উত্তপ্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় 

প্রসঙ্গত বুধবারই মন্ত্রিসভা সম্প্রসারণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ক্ষেত্রে পাঁচজন পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। রাজনৈতিক মহলে এই প্রসঙ্গে জল্পনা ছড়িয়েছিল নতুন মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বরানগরের প্রবীণ বিধায়ক তাপস রায়। তাপস রায় শুধুমাত্র তৃণমূল আমলেই বিধায়ক হননি, বাম আমলেও অধুনা লুপ্ত বউবাজার কেন্দ্র এবং বিদ্যাসাগর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তাপস রায়।