“এ দেশের বুকে আঠারো আসুক নেমে” সুকান্তর লাইনকে সামনে রেখে কেন্দ্রের বিরুদ্ধে পথে নামছে SFI 

0
50

কলকাতা : নিয়োগ দুর্নীতির পাশপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সর্বভারতীয় ইস্যুতেও বাংলায় ঝড় তুলতে চাইছে এসএফআই। এসএফআইয়ের (sfi) পক্ষ থেকে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে বাংলায় একাধিক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, “বিজেপি ও আরএসএস শিক্ষায় গৈরিকিকরণের চেষ্টা করছে, এর বিরুদ্ধে আমরা আগামীদিনে জোরদার আন্দোলনে নামছি”। 

আরও পড়ুন : SFI-TMCP সংঘর্ষে উত্তপ্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় 

- Advertisement -

এসএফআইয়ের সর্বভারতীয় জাঠা শুরু হয়েছে ১লা অগাস্ট। মূল স্লোগান- শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও,দেশ বাঁচাও। পূর্ব ভারতের দুটি জাঠার একটি ত্রিপুরায় শুরু হয়ে বাংলায় প্রবেশ করবে ১৯শে অগাস্ট। আরেকটি বিহারে শুরু হয়ে বাংলায় প্রবেশ করবে ২০শে অগাস্ট। কালিম্পং বাদ দিয়ে মোট ২২টি জেলায় ঘুরে ১লা সেপ্টেম্বর কলকাতায় প্রবেশ করবে জাঠা। এসএফআইয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ২রা সেপ্টেম্বর কলকাতার কলেজস্ট্রিটে অনুষ্ঠিত হবে এযাবৎকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ। এই সমাবেশে বক্তব্য রাখবেন এসএফআইয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিমান বসু। 

এই জাঠা বাংলায় তার যাত্রাপথে ছুঁয়ে আসবে নানান রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সৌধ, ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ স্থান, শহীদদের বাড়ি। মূলত জাতীয় শিক্ষানীতি,২০২০-এর বিরোধীতা এবং স্বাধীনতা ৭৫ কে সামনে রেখে এসএফআই বাংলার বুকে প্রায় এক কোটি ছাত্রছাত্রীর কাছে পৌঁছে তাদের মতামত নিয়ে তৈরি করবে বিকল্প শিক্ষানীতি। এই শিক্ষানীতি প্রকাশিত হবে ২রা সেপ্টেম্বরের মঞ্চে। এই জাঠাকে কেন্দ্র করে সারা মাসজুড়ে একাধিক ধরণের কর্মসূচি করবে এসএফআই। কেন্দ্রীয় স্লোগান ছাড়াও এ’রাজ্যের জন্য নিজস্ব স্লোগান স্থির হয়েছে সুকান্ত ভট্টাচার্যর কবিতার লাইনকে সামনে রেখে “এ দেশের বুকে আঠারো আসুক নেমে”।