উপত্যকা নিয়ে বাড়ছে মাথাব্যথা, কাশ্মীরে নিরাপত্তা ইস্যুতে আজ উচ্চ পর্যায়ের বৈঠকে করছে স্বরাষ্ট্র মন্ত্রক

0
20

নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ নিয়ে নয়াদিল্লির নতুন করে মাথাব্যথা বেড়েছে। জঙ্গি হামলার পাশাপাশি বাড়ছে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা। এমনকি শীতকালে উপত্যকায় জঙ্গি হামলা নিয়ে সতর্কও করেছে গোয়েন্দা সংস্থাগুলি। সেই সমস্ত ঘটনার পরেই আজ মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা   বিকেলে জম্মু ও কাশ্মীরের  নিরাপত্তা নিয়ে একটি উচ্চ-স্তরের পর্যালোচনা বৈঠকের সভাপতিত্ব করবেন। এমনটাই জানিয়েছে সূত্র।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুপুর ১২.৩০ থেকে হাইব্রিড মোডে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা  যেখানে মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ইন্টেলিজেন্স ব্যুরোর(IB) পরিচালক তপন ডেকা এবং জাতীয় তদন্ত সংস্থার  ডিজি দিনকর গুপ্তের উপস্থিতিতে হবে জরুরি এই বৈঠকটি। স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকরা সংবাদ মাধ্যমকে  জানিয়েছেন যে বৈঠকটি “সারা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পর্যালোচনার জন্য নিয়মিত বিষয়”। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানিয়েছেন, “জম্মু ও কাশ্মীরের কর্মকর্তারাও মিটিংয়ে যোগ দেবেন, যা একটি হাইব্রিড মোডে অনুষ্ঠিত হচ্ছে।”

- Advertisement -

আরও পড়ুন- দেখুন G-20 বৈঠকে মমতা-সীতারাম-কেজরিওয়াল-একনাথ সহ রাজনীতিবিদদের সঙ্গে Modi-র একান্ত সাক্ষাৎ-এর মুহূর্ত

উল্লেখ্য, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF) যা পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈবার একটি শাখা সম্প্রতি শ্রীনগর জেলার শিক্ষা বিভাগের ৫৬ জন কর্মচারীকে  হুমকি চিঠি দেওয়ার পরে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। TRF যা উপত্যকায় একাধিক সন্ত্রাসবাদী হামলা এবং টার্গেট কিলিং-এর সঙ্গে যুক্ত রয়েছে।