অরুণাচলের ১১টি জায়গায় নাম পরিবর্তন করেছে চিন, এই আহবেই গ্রাম পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ

0
32
Amit Shah

খাস ডেস্ক: চিনের সঙ্গে ভারতের সীমান্ত ইস্যু নিয়ে বিবাদ মেটার বদলে দুই দেশের মধ্যে জটিলতা বেড়েই চলেছে। সমস্যা বৃদ্ধির পিছনে রয়েছে ড্রাগনের কারসাজি। সীমান্তে নতুন করে উত্তাপ বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। ভারত-চিনের সীমান্তবর্তী রাজ্য অরুণাচলপ্রদেশে ১১টি জায়গার নাম বদল করেছে। চিনের এই সিদ্ধান্ত নিয়ে নয়া দিল্লির নতুন মাথাব্যথার মধ্যেই অরুণাচল সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১০ এবং ১১ এপ্রিল অরুণাচল প্রদেশে থাকবেন যেখানে তিনি ভারত-চিন সীমান্তবর্তী গ্রাম কিবিথুতে ‘ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম’ চালু করবেন। চিনের নাম পরিবর্তনের আহবে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, ভারত সরকার  ২০২২-২৩ থেকে ২০২৫-২৬2025 অর্থবছরের সড়ক যোগাযোগের জন্য ২,৫০০ কোটি টাকা সহ  ৪,৮০০ কোটির কেন্দ্রীয় উপাদান সহ ‘ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম’ (VVP) অনুমোদন করেছে।  শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে শাহের সফরের তথ্য জানানো হয়েছে। এছাড়াও শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে অরুণাচল প্রদেশে তাঁর প্রথম সফরে ১০ এপ্রিল কিবিথুতে “সুবর্ণ জয়ন্তী বর্ডার ইলুমিনেশন প্রোগ্রাম” এর অধীনে নির্মিত রাজ্য সরকারের নয়টি মাইক্রো হাইডেল প্রকল্পের উদ্বোধন করবেন। তিনি লিকাবালি (অরুণাচল প্রদেশ), চাপরা (বিহার), নুরানাদ (কেরল) এবং বিশাখাপত্তনমে (অন্ধ্রপ্রদেশ) পরিকাঠামো বাড়ানোর জন্য ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (ITBP) প্রকল্পগুলিরও উদ্বোধন করবেন।

- Advertisement -

আরও পড়ুন: BJP-তে যোগ দিলেন সি রাজাগোপালাচারীর নাতি তথা প্রাক্তন কংগ্রেস নেতা CR Kesavan, একের পর ধাক্কা কংগ্রেসে 

VVP হল একটি কেন্দ্রীয়  অনুমদিত  স্কিম যার অধীনে অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখন্ড এবং হিমাচল প্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ রাজ্যের উত্তর সীমান্ত ঘেঁষে থাকা ১৯টি জেলার ৪৬টি ব্লকের ২,৯৬৭টি গ্রামকে ব্যাপক ভাবে উন্নয়নের জন্য চিহ্নিত করা হয়েছে। প্রথম পর্যায়ে, অন্ধ্রপ্রদেশের ৪৫৫টি গ্রাম সহ ৬৬২টি গ্রামকে অগ্রাধিকার দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ভিভিপি চিহ্নিত সীমান্ত গ্রামে বসবাসকারী মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করবে এবং লোকেদের তাদের আদি অবস্থানে থাকতে উৎসাহিত করবে। জেলা প্রশাসন, ব্লক এবং পঞ্চায়েত স্তরে উপযুক্ত ব্যবস্থার সাহায্যে, কেন্দ্রীয় এবং রাজ্য প্রকল্পগুলির ১০০ শতাংশ পরিপূর্ণতা নিশ্চিত করার জন্য চিহ্নিত গ্রামের জন্য কর্ম পরিকল্পনা তৈরি করবে। গ্রামের উন্নয়নের জন্য চিহ্নিত ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে রাস্তা সংযোগ, পানীয় জল, সৌর ও বায়ু শক্তি সহ বিদ্যুৎ, মোবাইল এবং ইন্টারনেট সংযোগ, পর্যটন কেন্দ্র, বহুমুখী কেন্দ্র, স্বাস্থ্যসেবা অবকাঠামো এবং সুস্থতা কেন্দ্র।