সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, রাজ্যে বন্ধ হতে চলেছে মদের হোম ডেলিভারি

0
72

মুম্বই: করোনা হাত থেকে দেশের মানুষকে বাঁচাতে জারি হয়েছিল লকডাউন। সেই সময়েই ব্যবসা চালিয়ে যেতে দেশের একাধিক রাজ্যে মদের হোম ডেলিভারি চালু হয়েছিল। দেশের সমস্ত রাজ্যের আয়ের বড় একটা অংশ আসে এই আবগারি দফতর থেকেই। তাই সংক্রমণ এড়িয়ে মানুষের বাড়িতে মদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। তবে ঘরে বসে মদ কিনতে চাওয়া ব্যক্তিদের জন্য রয়েছে দুঃখের খবর। কারণ রাজ্যে এবার বন্ধ হতে চলেছে মদের হোম ডেলিভারি।

বৃহস্পতিবার মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার জানিয়েছেন, লকডাউনের সময় শুরু হওয়া মদের হোম ডেলিভারি মহারাষ্ট্রে শীঘ্রই বন্ধ করা হবে। অজিত পাওয়ার বলেছেন, “যেহেতু করোনার কেস কমে গিয়েছে আমরা মদের হোম ডেলিভারি বন্ধ করব। লকডাউনের সময় এটি একটি ব্যবস্থা ছিল।” এই বিষয়ে, হোম ডিপার্টমেন্ট এখন থেকে হোম ডেলিভারি বন্ধ করার জন্য আবগারি দপ্তরকে চিঠি দিয়েছে।এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, লকডাউন চলাকালীন, মহারাষ্ট্র সরকার হোম ডেলিভারির জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানেই মদ সরবরাহের অনুমতি দেওয়া হয়েছিল। তবে এবার ঘরে বসেই মদ পাওয়ার দিন শেষ হছে।

- Advertisement -

আরও পড়ুন- গায়ক মৃত্যুর মামলায় মিলল পাকিস্তান যোগ

কেবল মহারাষ্ট্র নয় লকডাউনের কারণে দেশের একাধিক রাজ্যও এই ব্যবস্থা চালু করেছিল। এতেই লাভ হয়েছিল সুরাপ্রেমীদের। ইচ্ছা হলে কস্ত্র করে দোকানে গিয়ে নয় বরং ঘরে বসে অর্ডার করলেই দোকান থেকে বাড়ির দরজায় চলে আসছিক মদের বোতল। কিন্তু করোনা সংক্রমণ কমার ফলে মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্তে মন ভেঙেছে রাজ্যের বহু সুরাপ্রেমীর। সরকার মদের হোম ডেলিভারি বন্ধ করলে আর বাড়ি বসে পাওয়া যাবে না রঙিন পানীয় এই ভেবেই দুঃখ পেয়েছেন অনেকেই।