হিমাচলে হড়পা বানে মৃত ৬, নিখোঁজ আরও ৫ জনের মৃত্যুর আশঙ্কা

0
17

কংড়া: উত্তরাখন্ডের প্রাকৃতিক বিপর্যয় বারে বারে মানব জাতিকে বুঝিয়ে দিচ্ছে প্রকৃতি রুষ্ট হলে ঠিক কতটা ভয়ঙ্করর হয়ে উঠতে পারে। টানা কয়েকদিনের মেঘভাঙা বৃষ্টির ফলে সোমবার হিমাচল প্রদেশে হঠাত ধেয়ে এসেছিল হড়পা বান। কিছু বুঝে ওঠার আগেই ভেসে গিয়েছে গাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ির সেই সঙ্গে অনেকেই নিখোঁজ হয়েছেন। তাঁর পরেই উদ্ধারকারী দলগুলি ছয়জনের মৃতদেহ উদ্ধার করেছে।

মঙ্গলবার কংড়া জেলার বোহ গ্রামে হড়পা বান তান্ডব চালানোর পর ধ্বংসাবশেষ থেকে দুই পুরুষ, এক মহিলা ও এক শিশুসহ চারজনকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবারেই নিখোঁজ পাঞ্জাবি সুফি গায়ক মনমিত সিংয়ের মরদেহ কেরি গ্রামের নিকটবর্তী একটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার নাগরোটা বাগওয়ান এলাকা থেকে নিখোঁজ হওয়া ১৯ বছরের এক কিশোরীর মরদেহও পাওয়া গিয়েছে।

- Advertisement -

আরও পড়ুন- দক্ষিণ আফ্রিকায় বাড়ছে দাঙ্গা-লুটপাট, মৃতের সংখ্যা বেড়ে ৭২

অন্যদিকে আরও পাঁচ নিখোঁজ ব্যক্তির সন্ধানের জন্য উদ্ধার কাজ এখনও চলছে। তবে তাদের মৃত বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বেগ প্রকাশ করে টুইট করে লিখেছিলেন, “ভারী বৃষ্টির কারণে হিমাচল প্রদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কর্তৃপক্ষ রাজ্য সরকারের সাথে কাজ করছে। সমস্ত সম্ভাব্য সমর্থন বাড়ানো হয়েছে ক্ষতিগ্রস্থ অঞ্চলে যারা রয়েছে তাদের নিরাপত্তার জন্য আমি প্রার্থনা করছি।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ  হিলামচলের মুখ্যমন্ত্রী জয় জয় রাম ঠাকুরের সঙ্গে বিষয়টি নিয়ে ফোনে কথা বলেছিলেন এবং তাঁকে কেন্দ্রের পক্ষ থেকে সমস্তরকম সহায়তার আশ্বাস দিয়েছিলেন। ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাখন্ডের নদীগুলি জলে পূর্ণ হয়ে রয়েছে। এটাই সবথেকে বেশী চিন্তার।