জল্পনার অবসান, এই দিনেই বিজেপিতে যোগ দিচ্ছেন হার্দিক প্যাটেল

0
56

আহমেদাবাদ: গুজরাটের পাটিদার নেতা হার্দিক প্যাটেল কংগ্রেস ছেড়েছেন আগেই। গুজরাটের কংগ্রেসের প্রাক্তন কার্যকরী সভাপতি হার্দিক প্যাটেল তাঁর টুইটার বায়ো থেকে দলের নাম বাদ দেওয়ার পরেই তাঁর প্রস্থানের ইঙ্গিত মিলেছিল। তখন থেকেই তাঁর বিজেপিতে যোগদান নিয়ে শুরু হয়েছিল জল্পনা। সেইটা সত্যি হয়েছে। বিজেপিতে কবে তিনি যোগ দিচ্ছেন সেটাই আবার জানা গিয়েছে।

“দলের রাজনীতি শুধুমাত্র প্রতিবাদের মধ্যেই সীমাবদ্ধ”, কংগ্রেসকে নিশানা করে এই বলেই দল ছেড়েছেন হার্দিক । তারপরেই জানা গিয়েছে আগামী ২ জুন বিজেপিতে যোগ দিচ্ছেন গুজরাটের কংগ্রেসের প্রাক্তন কার্যকরী সভাপতি। রাজ্যে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে কংগ্রেসের কাছে যে এটা বড় ধাক্কা তা আর বলার অপেক্ষা রাখে না। ২৮ বছর বয়সী গুজরাট পাটিদার নেতা ২০১৯ সালে কংগ্রেসের সঙ্গে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। তবে পদত্যাগের সময় তিনি সনিয়া গান্ধীর কাছে একটি লম্বা চিঠি পাঠিয়েছিলেন। হার্দিক প্যাটেল আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছেন যে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। হার্দিক বলেছেন তিনি কংগ্রেসে তিন বছর “নষ্ট” করেছেন।

- Advertisement -

আরও পড়ুন- সংসদে বিজেপি রাখছে না কোনও মুসলিম মুখ, সাম্প্রদায়িকতার তত্ত্ব মনে করাচ্ছে বিরোধীরা

বিজেপিতে যোগদানের আগেই হার্দিক অযোধ্যা রায় ৩৭০ ধারা যা জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছে তাই নিয়ে গেরুয়া শিবিরের হয়ে কথা বলেছিলেন। সেই সঙ্গেই হার্দিক প্যাটেলের টুইটার থেকে মুছে দিয়েছিলেন কংগ্রেসের যাবতীয় নিশানা। এই ঘটনাই তাঁর বিজেপি যোগের জল্পনায় ঘি ঢেলেছিল। বর্তমানে প্রাক্তন কংগ্রেস নেতার টুইটারে বায়োতে লেখা “গর্বিত ভারতীয় দেশপ্রেমিক। সামাজিক ও রাজনৈতিক কর্মী। একটি উন্নত ভারতের জন্য প্রতিশ্রুতিবদ্ধ”। গুজরাটে আগামী নির্বাচনে হার্দিকদের দল ছাড়া কংগ্রেসের উপর বিরাট প্রভাব ফেলবে বলেই মতামত প্রকাশ করেছে রাজনৈতিক মহলের একাংশ।