এবার ঘরে বসেই কেনা যাবে সোনা

0
332

নয়াদিল্লি: লকডাউনে ঘরে বসেই এবার সোনা কেনার সুযোগ করে দিচ্ছে মোদী সরকার। জানা গিয়েছে, ভারত সরকার কর্তৃক ২০ এপ্রিল ২০২০ থেকে ৮ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত ছয় কিস্তিতে সার্বভৌম সোনার বন্ড ইস্যু করা হবে। প্রশাসন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিয়েছে।

এই বন্ড ইস্যুর ফলে কমপক্ষে এক গ্রাম সোনায় বিনিয়োগ করা যাবে। পাশাপাশি সোভারেন গোল্ড বন্ড স্কিমের আওতায় বিনিয়োগকারী কোনও ব্যক্তি এক আর্থিক বছরে ৫০০ গ্রাম পর্যন্ত সোনার বন্ড কিনতে পারবেন। এমনকি এই স্কিমে বিনিয়োগ করে কর বাঁচানো যাবে।

- Advertisement -

সার্বভৌম সোনার বন্ড প্রকল্প বা সোভারেন গোল্ড স্কিম ২০১৫ সাল থেকে শুরু করা হয় ধাতব সোনার চাহিদা কমানো এবং সোনা কেনার ক্ষেত্রে আর্থিক সাশ্রয়ের জন্য। তবে ট্রাস্টি ব্যক্তি, এইচইউএফ, ট্রাস্ট, বিশ্ববিদ্যালয় এবং দাতব্য প্রতিষ্ঠানের জন্য এই বন্ডগুলির বিক্রি সীমাবদ্ধ থাকে।

সোভারেন গোল্ড বন্ড ব্যাংক, স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, নির্বাচিত পোস্ট অফিস ও এনএসই এবং বিএসই-এর মাধ্যমে সনা কেনা যাবে। এগুলির মধ্যে যেকোনো একটিতে গিয়ে বন্ড স্কিমে যোগ দেওয়া যাবে।

সর্বোচ্চ সাবস্ক্রিপশন সীমা প্রতি একজনে ৪ কেজি, এইচইউএফের জন্য ৪ কেজি এবং ট্রাস্টের জন্য ২০ কেজি এবং প্রতি আর্থিক বছরে এই পরিমাণ একই হবে। ছয় কিস্তির মধ্যে বিক্রি হওয়ার প্রথম কিস্তি (২০২০-২১ সিরিজ ১) ২০ এপ্রিল খোলা হবে এবং ২৪ এপ্রিল বন্ধ হবে। বন্ডগুলি ২৮ এপ্রিল ইস্যু করা হবে। ষষ্ঠ কিস্তি (২০২০-২১ সিরিজ ৬) ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর ২০২০-তে নির্ধারিত হয়েছে।