১৮ অক্টোবর থেকে খুলছে স্কুল, বড় সিদ্ধান্ত প্রশাসনের

0
180

 

খাস খবর ডেস্ক: ২০২০ সালের মার্চ মাস, সেই তখন থেকেই দেশজুড়ে বন্ধ স্কুল-কলেজ। করোনা আবহে থমকে গিয়েছে পঠনপাঠন। তবে এবার সংক্রমণ কমতেই স্কুল খোলার সিদ্ধান্ত নিল গোয়া প্রশাসন। জানিয়ে দেওয়া হল, ১৮ অক্টোবর থেকেই খুলে যাবে বিদ্যালয়ের দরজা।

- Advertisement -

তবে সমস্ত শ্রেণির জন্য এখনই খুলছে না বিদ্যালয়। আপাতত নবম থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য খুলছে স্কুল। জানা গিয়েছে, কড়া স্বাস্থ্যবিধি মেনে খোলা হচ্ছে স্কুল। একটি নির্দেশিকায় শিক্ষা দফতরের ডিরেক্টর ভূষণ সাভাইকার জানান, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেই রাজ্য সরকার অফলাইন ক্লাসের জন্য স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে।

আরও একটি নির্দেশিকায় সরকারের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষকে তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়। নির্দেশিকা অনুযায়ী, কোভিডবিধির কথা মাথায় রেখেই স্কুল খুলবে। শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী সকলকেই মাস্ক পরতে হবে। নিয়মিত তাপমাত্রাও মাপা হবে। গোটা বিল্ডিং স্যানিটাইজ করতে হবে।